‘শর্ত’ মিললেই বিমান যাত্রায় পেতে পারেন ১০ শতাংশ ছাড়

স্বাস্থ্যমন্ত্রকের বৈধ কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেট থাকলে তবেই এই অফার পাওয়া যাবে বলে জানিয়েছে ইন্ডিগো।

'শর্ত' মিললেই বিমান যাত্রায় পেতে পারেন ১০ শতাংশ ছাড়
ছবি সৌজন্যে- ইন্ডিগো
Follow Us:
| Updated on: Jun 23, 2021 | 6:55 PM

নয়া দিল্লি: করোনা যুদ্ধের মূল অস্ত্র ভ্যাকসিন (COVID Vaccine)। তাই দ্রুত দৈনিক ১ কোটি টিকার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এরই মধ্যে টিকা প্রাপ্ত যাত্রীদের জন্য বিমান যাত্রায় ছাড় ঘোষণা করল ইন্ডিগো। সংস্থা জানিয়েছে, টিকাপ্রাপ্ত যাত্রীদের টিকিটের বেস প্রাইসে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে তারা। ২৩ জুন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে ইন্ডিগো।

এই প্রথম দেশের কোনও বিমান সংস্থা এহেন অফার নিয়ে এল। সংস্থার দাবি, এর মাধ্যমে সাধারণ মানুষকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করা যাবে। প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থা জানিয়েছে, দেশের বৃহত্তম এয়ারলাইন হওয়ার ফলে জাতীয় টিকাকরণে গতি বাড়ানো তাদের দায়িত্ব। ইন্ডিগো জানিয়েছে, এই ছাড় শুধুমাত্র ১৮ ঊর্ধ্ব টিকাপ্রাপ্তরাই পাবেন।

স্বাস্থ্যমন্ত্রকের বৈধ কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেট থাকলে তবেই এই অফার পাওয়া যাবে বলে জানিয়েছে ইন্ডিগো। যাঁরা অফার পাবেন তাঁদের বিমানবন্দরে ভ্যাকসিনেশন সার্টিফিকেট বা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে টিকা পাওয়ার প্রমাণ দেখাতে হবে। করোনা আবহে অর্ধেক আসনে চলছে বিমান। তাই বেড়েছে বিমান যাত্রার দামও। সেই পরিস্থিতিতে এই ছাড় কিছুটা হলেও বিমান যাত্রার দাম কমাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, টিকাকরণে উৎসাহিত করতে এই ধরনের পদক্ষেপ আগেই করেছে ইউরোপের দেশগুলি। সেখানে একাধিক এয়ারলাইন এহেন অফার দিয়েছে। আমেরিকায় তো টিকা নিলে উপহার হিসেবে বিয়ার বা গাঁজায় হাতে তুলে দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: যোগীর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত উত্তর প্রদেশের ‘ক্যাপ্টেন’, কে তিনি?