লেডিস টয়লেটে ঘাপটি মেরে বসেছিল, মহিলা সহকর্মী ঢুকতেই শুরু করল কাজ! Infosys-র কর্মীর ভয়ঙ্কর কীর্তি ফাঁস
Infosys: ধৃত কর্মীর নাম নগেশ স্বপ্নীল মালি। তিনি ইনফোসিসের সিনিয়র অ্যাসোসিয়েট পদে কাজ করতেন। চলতি সপ্তাহের সোমবার ওই কর্মীকে হাতেনাতে ধরেন অফিসেরই এক মহিলা কর্মী। এরপর তিনি পুলিশে অভিযোগ করেন।

বেঙ্গালুরু: দেশের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত, তাঁরই কি না এই কীর্তি! অফিসে মহিলাদের বাথরুমে গিয়ে লুকিয়ে রেকর্ড করতেন ভিডিয়ো। বিষয়টি সামনে আসতেই গ্রেফতার করা হয়েছে ওই কর্মীকে।
ধৃত কর্মীর নাম নগেশ স্বপ্নীল মালি। তিনি ইনফোসিসের সিনিয়র অ্যাসোসিয়েট পদে কাজ করতেন। চলতি সপ্তাহের সোমবার ওই কর্মীকে হাতেনাতে ধরেন অফিসেরই এক মহিলা কর্মী। এরপর তিনি পুলিশে অভিযোগ করেন।
এফআইআর অনুযায়ী, ওই মহিলা কর্মী সোমবার যখন বাথরুমে যান, তখন পাশের কিউবিকল থেকে আওয়াজ পান। এরপরই দেখেন যে পাশের কিউবিকল থেকে নাগেশ লুকিয়ে লুকিয়ে তাঁর রেকর্ডিং করছিল। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার-চেচামেঁচি করেন। চিৎকার শুনে অন্য কর্মীরা ছুটে আসেন। নগেশকে হাতেনাতে ধরেন। তাঁর মোবাইল ঘেঁটে একাধিক ফুটেজ পাওয়া যায়। এইচআর ও মহিলা কর্মীর সামনেই সেই ভিডিয়ো ফুটেজ ডিলিট করানো হয়।
পুলিশ জানিয়েছে, এটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা নয়। একাধিক মহিলা কর্মীর ভিডিয়ো রেকর্ড করেছে ওই কর্মী। তাঁর মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

