CISF-এ ইতিহাস গড়লেন এই IPS, রয়েছে নোবেলজয়ী অভিজিৎ বিনায়কের সঙ্গে যোগও

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Dec 28, 2023 | 10:32 PM

Nina Singh CISF DG: দিল্লি মেট্রো থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে সব বিমানবন্দরের নিরাপত্তা সুনিশ্চিত করার গুরু দায়িত্ব থাকে সিআইএসএফ-এর উপর। এবার সেই সিআইএসএফ-এর সর্বোচ্চ পদে বসলেন আইপিএস নিনা সিং। এর আগে নাগরিক অধিকার ও মানব-পাচার দমন সেলের ডিজি হিসেবে দায়িত্ব সামলানোরও অভিজ্ঞতা রয়েছে তাঁর।

CISF-এ ইতিহাস গড়লেন এই IPS, রয়েছে নোবেলজয়ী অভিজিৎ বিনায়কের সঙ্গে যোগও
সিআইএসএফ-এর নতুন ডিজি নিনা সিং
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: কেন্দ্রীয় বাহিনীর শীর্ষপদে বড়সড় পরিবর্তন আনল স্বরাষ্ট্রমন্ত্রক। অমিত শাহর মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে সিআরপিএফ, আইটিবিপি ও সিআইএসএফ-এর নতুন ডিজি নিয়োগ করা হয়েছে। আইপিএস নিনা সিংকে সিআইএসএফ-এর স্পেশাল ডিজি পদ থেকে নিয়ে আসা হল ডিজি পদে। রাজস্থান ক্যাডারের ১৯৮৯ সালের ব্যাচের আইপিএস অফিসার নিনা সিং। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এবার সিআইএসএফ-এর সর্বোচ্চ পদে নিয়ে আসা হয়েছে তাঁকে। নিনা সিং হলেন দেশের প্রথম মহিলা, যিনি সিআইএসএফ-এর সর্বোচ্চ পদের দায়িত্ব সামলাবেন।

এর পাশাপাশি সিআরপিএফ-এর ডিজি করা হয়েছে অনিশ দয়াল সিংকে। তিনি এতদিন আইটিবিপির ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। আইবি-র স্পেশাল ডিরেক্টর রাহুল রাসঘোত্রকে আনা হয়েছে আইটিবিপির ডিজি করে। আর

দিল্লি মেট্রো থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে সব বিমানবন্দরের নিরাপত্তা সুনিশ্চিত করার গুরু দায়িত্ব থাকে সিআইএসএফ-এর উপর। এবার সেই সিআইএসএফ-এর সর্বোচ্চ পদে বসলেন আইপিএস নিনা সিং। এর আগে নাগরিক অধিকার ও মানব-পাচার দমন সেলের ডিজি হিসেবে দায়িত্ব সামলানোরও অভিজ্ঞতা রয়েছে তাঁর। রাজস্থান পুলিশের শীর্ষ পদেও দায়িত্ব সামলেছেন অতীতে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও ইস্থার ডাফলোর সঙ্গে দুটি গবেষণাপত্রেও সহ-লেখক ছিলেন তিনি।

অতীতে সিবিআই-এর সঙ্গেও কাজ করেছেন তিনি। শীনা বোরা হত্যা মামলা, জিয়া খান আত্মহত্যা মামলার মতো হাই প্রোফাইল তদন্তের দায়িত্ব সামলেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর করা এই আইপিএস।

Next Article