নয়া দিল্লি: আপনার কাছ থেকে খাদ্য সরবরাহের জন্য ডেলিভারি চার্জ নিচ্ছে খাদ্য সরবরাহকারী সংস্থা জোম্যাটো। কিন্তু, তার জন্য সরকারকে কি কর দিচ্ছে এই সংস্থা? উত্তর হল না। অন্তত গত আড়াই বছর ধরে ডেলিভারি চার্জ পিছু যে অর্থ সংগ্রহ করেছে সংস্থা, তার জন্য ১ পয়সারও কর দেয়নি জোম্যাটো। আর এর জন্য জোমাটোকে শোকজ নোটিশ বা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ডাইরেক্টরেট জেনারেল অব জিএসটি ইন্টেলিজেন্সের পুনে জোনাল শাখা। শুধু জোম্যাটো নয়, সূত্রের খবর প্রতিদ্বন্দ্বী সংস্থা সুইগিকেও একই নোটিশ পাঠানো হয়েছে। তবে, নোটিশ পেয়েও অদম্য জোম্যাটো। তারা সাফ জানিয়ে দিয়েছে, কর তারা দেবে না। সংস্থার যুক্তি, ডেলিভারি চার্জ সংগ্রহ করা হয় ডেলিভারি পার্টনারদের হয়ে। তাই, এই বাবদ সংগৃহীত অর্থের উপর কোনও কর দিতে তারা দায়বদ্ধ নয়।
২৬ ডিসেম্বর এই নোটিশ পাঠিয়েছে জিএসটি ইন্টেলিজেন্স। নোটিশ অনুযায়ী, ২০১৯ সালের ২৯ অক্টোবর থেকে ২০২২-এর ৩১ মার্চের মধ্যে ডেলিভারি চার্জ পিছু কোনও কর দেয়নি জোম্যাটো। জরিমানা-সহ ফাঁকি দেওয়া এই করের পরিমাণ, ৪০১.৭ কোটি টাকা! পণ্য ও পরিষেবা কর আইন, ২০১৭ অনুযায়ী, আড়াই বছরে সংস্থাটি ডেলিভারি চার্জ বাবদ যে অর্থ সংগ্রহ করেছে, তার ভিত্তিতেই এই দেয় অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। নোটিশে জানতে চাওয়া হয়েছে, এই সময়ে দের কর এবং জরিমানা-সহ এই পরিমাণ অর্থ প্রদান ফাঁকির জন্য কেন জোম্যাটোকে দায়বদ্ধ করা হবে না?
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) স্টক এক্সচেঞ্জে এক বিজ্ঞপ্তি জারি করে, কর ফাঁকির এই অভিযোগ অস্বীকার করেছে জোম্যাটো। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “ডেলিভারি চার্জের উপর কোনও ট্যাক্স দিতে দায়বদ্ধ নয় জোম্যাটো। কারণ এই অর্থ ডেলিভারি পারটনারদের তরফ থেকে সংগ্রহ করা হয়। এছাড়া, পারস্পরিক সম্মতিতে হওয়া চুক্তির শর্তাবলী অনুযায়ী, ডেলিভারি পার্টনাররা গ্রাহকদের ডেলিভারি পরিষেবা প্রদান করেন, সংস্থাকে নয়। বহিরাগত আইনী এবং কর উপদেষ্টারাও এই কথাই বলেছেন। কারণ দর্শানোর নোটিশের উপযুক্ত প্রতিক্রিয়া দাখিল করা হবে সংস্থার পক্ষ থেকে।” জোম্যাটো আরও জানিয়েছে, এই বিষয়ে এখনও কোনও সরকারী আদেশ পায়নি তারা। কিন্তু, এই ক্ষেত্রে কথিত কর ফাঁকির পরিমান এতটাই বেশি, যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তারা স্টক এক্সচেঞ্জে এই বিজ্ঞপ্তি জারি করল।