Murder Case: বাবা-মা-ভাইকে খুন করে সিনেমা দেখতে গেলেন জালন্ধরের যুবক

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 21, 2023 | 5:20 PM

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম হরপ্রীত সিং (৩০)। তিনিই খুন করেছেন তাঁর বাবা জগবীর সিং, মা অমৃতপাল কৌর এবং ভাই গগণদীপ সিংকে গুলি করে খুন করেছেন। তিনি বিবাহিত এবং তাঁর দুই সন্তান রয়েছে। বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতেই থাকতেন তাঁরা। কিন্তু আলাদা তলায়। ওই বাড়ি তাঁর নামে লিখে দেওয়ার জন্য বাবার উপর চাপ দিচ্ছিলেন হরপ্রীত।

Murder Case: বাবা-মা-ভাইকে খুন করে সিনেমা দেখতে গেলেন জালন্ধরের যুবক
প্রতীকী ছবি
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

জালন্ধর: বাবার সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়া হোক। এই ছিল তাঁর ইচ্ছা। কিন্তু তাতে রাজি ছিলেন না বাবা। এই নিয়ে সম্প্রতি ঝামেলার পর বাবা, মা ও ভাইকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বাবার লাইসেন্সড বন্দুক দিয়েই ওই যুবক গুলি চালিয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জালন্ধরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবা-মা-ভাইকে খুন করে সিনেমা দেখতে গিয়েছিলেন অভিযুক্ত। ঘটনার পর থেকেই পলাতকও ছিলেন তিনি অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম হরপ্রীত সিং (৩০)। তিনিই খুন করেছেন তাঁর বাবা জগবীর সিং, মা অমৃতপাল কৌর এবং ভাই গগণদীপ সিংকে গুলি করে খুন করেছেন। তিনি বিবাহিত এবং তাঁর দুই সন্তান রয়েছে। বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতেই থাকতেন তাঁরা। কিন্তু আলাদা তলায়। ওই বাড়ি তাঁর নামে লিখে দেওয়ার জন্য বাবার উপর চাপ দিচ্ছিলেন হরপ্রীত। কিন্তু তা করেননি তাঁর বাবা। এর পরই বাবার বন্দুক দিয়েই গুলি চালান। এই ঘটনার সময় তাঁর স্ত্রী, সন্তান ছিলেন শ্বশুরবাড়িতে। খুনের পর থেকেই পলাতক ছিলেন তিনি।

এই ঘটনা নিয়ে জালন্ধরের পুলিশের এক অফিসার বলেছেন, “বাড়ি তাঁর নামে লিখে না দেওযায় বাবা, মা এবং ভাইকে খুন করেছেন ওই যুবক। তাঁর নিজের স্ত্রী এবং সন্তান আছে। খুন করে সিনেমা দেখতে গিয়েছিলেন অভিযুক্ত। পালিয়ে বেড়াচ্ছিল। আমরা তাঁকে গ্রেফতার করেছি।”

Next Article