AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu & Kashmir: ঘন আপেলের জঙ্গলে ভোররাত থেকে গুলির লড়াই, শেষমেশ নিকেশ দানিশ রিসর্টে হামলায় জড়িত জঙ্গি!

Jammu & Kashmir: খতম তিন জঙ্গি। তাদের মধ্যে দুই জঙ্গির পরিচয় এবার সামনে এল। সোপিয়ানে নিহত ৩ জঙ্গির মধ্যে ২জনের পরিচয় প্রকাশ্যে। ১জনের পরিচয় এখনও মেলেনি।

Jammu & Kashmir: ঘন আপেলের জঙ্গলে ভোররাত থেকে গুলির লড়াই, শেষমেশ নিকেশ দানিশ রিসর্টে হামলায় জড়িত জঙ্গি!
| Edited By: | Updated on: May 13, 2025 | 5:21 PM
Share

নয়া দিল্লি:  সোপিয়ানে ‘অপারেশন কেল্লার’। খতম তিন জঙ্গি। তাদের মধ্যে দুই জঙ্গির পরিচয় এবার সামনে এল। সোপিয়ানে নিহত ৩ জঙ্গির মধ্যে ২জনের পরিচয় প্রকাশ্যে। ১জনের পরিচয় এখনও মেলেনি। এক জঙ্গির নাম শাহিদ কুট্টে।  বাড়ি চটিপোড়া হিরপোড়া। ২০২৩ সালে ৮ মার্চ লস্কর ই তৈবায় ক্যাটাগরি এ-তে যোগদান করে। পরের বছর অর্থাৎ ২০২৪-এই তাকে অপারেশনে পাঠানো হয়। সে বছর ৮ এপ্রিল দানিশ রিসর্টে গুলি চালনার ঘটনায় জড়িত শাহিদ। যেখানে ২ জন জার্মান পর্যটক ও একজন চালক আহত হন।  ২০২৪ সালে ১৮ মে হিরপোড়ায় বিজেপির গ্রাম প্রধানকে খুনের ঘটনায় জড়িত। ২০২৫ সালে ৩ ফেব্রুয়ারি বেহিবাগ কুলগামে টেরিটোরিয়াল আর্মির এক কর্তাকে মারার ঘটনায় জড়িত ছিল বলে সূত্রের খবর।

দ্বিতীয় জঙ্গির নাম আদনান সফি দার। বাড়ি ওয়ান্দুনা মেলহোরা। ২০২৪ সালে লস্কর ই তৈবায়  ১৮ অক্টোবর ক্যাটাগরি সি-তে যোগদান করে। ২০২৪ সালেই সোপিয়ানের ওয়াচিতে ভিনরাজ্যের এক শ্রমিককে খুনের ঘটনায় জড়িত বলে সূত্র মারফত খবর।

নিকেশ জঙ্গি

তৃতীয় আরেক জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, তাদের প্রত্যেকের হাতে AK 47 ছিল। বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে। প্রশ্ন উঠছে, এত অত্যাধুনিক মানের অস্ত্র, বিস্ফোরক তাদের জোগান দেয় কে?

জানা গিয়েছে, তিন জঙ্গির নামে আগে থেকেই পোস্টার ফেলেছিল জম্মু কাশ্মীর পুলিশ। সোমবার রাতে জম্মু কাশ্মীর পুলিশের কাছে একটি ইন্টেলিজেন্স ইনপুট আসে। খবর আসে. গভীর জঙ্গলের মধ্যে কয়েকজন সশস্ত্র জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। খবর আসার পরই অভিযানে নামে সিআরপিএফ, সেনাবাহিনী। তাঁদের কার্যত পথ দেখিয়ে নিয়ে যায় জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিট্যান্ট বাহিনী। ভোর রাত থেকে লাগাতর গুলিযুদ্ধ শুরু হয়।  নিরাপত্তবাহিনী এলাকা ঘিরে ফেলেছে, এটা আঁচ করা মাত্রই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘন আপেলের বনে চলে গুলির লড়াই। যার পরিচয় এখনও জানা যায়নি, তার সঙ্গে পহেলগাঁও হামলার কোনও কানেকশন রয়েছে কিনা, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।  যাদের নিকেশ করা হয়েছে, তারা একই মডিউলের কিনা, সেটাও জানা খুবই জরুরি।