Maratha Quota Protest: মারাঠা সংরক্ষণের দাবিতে মান্যতা, মুখ্যমন্ত্রীর হাতে জ্যুস পান করে আন্দোলনে ইতি টানলেন জারাঙ্গে পাটিল

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 27, 2024 | 12:04 PM

Maharashtra: এর আগেও একাধিকবার এই দাবি নিয়ে আন্দোলন হয়। আন্দোলনের মুখ হিসাবে উঠে আসেন মনোজ জারাঙ্গে পাটিল। তিনি মারাঠাদের জন্য কুনবি সার্টিফিকেট, নার্সারি থেকে স্নাতকোত্তর অবধি বিনামূল্যে পড়াশোনা ও সরকারি চাকরিতে মারাঠাদের সংরক্ষণের দাবি জানিয়েছিলেন। দাবি পূরণ না হওয়া অবধি তিনি আমরণ অনশনে বসেন তিনি।

Maratha Quota Protest: মারাঠা সংরক্ষণের দাবিতে মান্যতা, মুখ্যমন্ত্রীর হাতে জ্যুস পান করে আন্দোলনে ইতি টানলেন জারাঙ্গে পাটিল
সরকার দাবি মেনে নেওয়ার পর আন্দোলনকারীদের উচ্ছাস।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: সরকার মেনে নিল সব দাবি।  অবশেষে উঠল মারাঠা সংরক্ষণের আন্দোলন (Maratha Quota Protest)। দীর্ঘদিন ধরেই মারাঠা সংরক্ষণ নিয়ে আন্দোলন চলছিল মহারাষ্ট্রে (Maharashtra)। অবশেষে এ দিন রাজ্য সরকার সংরক্ষণের দাবি মেনে নিতেই আন্দোলন শেষ করার কথা ঘোষণা করলেন মনোজ জারাঙ্গে পাটিল (Manoj Jarange Patil)। শুক্রবার থেকে তিনি অনশনে বসেছিলেন। সরকার দাবি মেনে নেওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে(Eknath Shinde)-র হাত থেকে ফলের রস পান করে অনশন ভাঙেন।

মহারাষ্ট্রে শিক্ষা ও চাকরির থেকে ওবিসি শ্রেণির অন্তর্ভুক্ত মারাঠাদের সংরক্ষণের দাবি দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার এই দাবি নিয়ে আন্দোলন হয়। আন্দোলনের মুখ হিসাবে উঠে আসেন মনোজ জারাঙ্গে পাটিল। তিনি মারাঠাদের জন্য কুনবি সার্টিফিকেট, নার্সারি থেকে স্নাতকোত্তর অবধি বিনামূল্যে পড়াশোনা ও সরকারি চাকরিতে মারাঠাদের সংরক্ষণের দাবি জানিয়েছিলেন। দাবি পূরণ না হওয়া অবধি তিনি আমরণ অনশনে বসেন তিনি। হুমকি দেন বড় আন্দোলনের। চাপে পড়ে এ দিন মহারাষ্ট্র সরকারের তরফে সেই দাবি মেনে নেওয়া হয়।

শুক্রবার রাতেই দুইজন মন্ত্রী জারাঙ্গে পাটিলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারাই জানান যে সরকার যাবতীয় দাবি মেনে নিতে রাজি। এ দিন আন্দোলন শেষ করার ঘোষণা করে জারাঙ্গে পাটিল বলেন, এখনও অবধি ৩৭ লক্ষ কুনবি সার্টিফিকেট দেওয়া হয়েছে। মোট ৫০ লক্ষ সার্টিফিকেট দেওয়া হবে।

আজ আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। তাঁর হাত থেকে ফলের রস পান করেই অনশন ভাঙেন জারাঙ্গে পাটিল। জানা গিয়েছে, মারাঠা সংরক্ষণ নিয়ে আন্দোলনকারীরা আজ বিজয় মিছিল বের করবেন। ভাসীতে এই মিছিল হবে।

মুখ্য়মন্ত্রী একনাথ শিন্ডে বলেন, “আমি কৃষকের ছেলে। আমি জানি কী অনুভূতি হয়। আমি সমস্ত মারাঠাদের সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি পূরণ করলাম। এটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা ভোটের জন্য কোনও সিদ্ধান্ত নিই না, জনকল্য়াণের উদ্দেশেই সিদ্ধান্ত নেওয়া হয়।”

প্রসঙ্গত, ২০২১ সালের ৫ মে সুপ্রিম কোর্টের তরফে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে মারাঠা সংরক্ষণের দাবি খারিজ করে দেওয়া হয়। সেই সময় শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছিল, মারাঠা সংরক্ষণ দেওয়ার জন্য ৫০ শতাংশ সংরক্ষণের সীমা পার করার কোনও অর্থ নেই।