AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bijapur Jawan Killed: সবে জঙ্গলে পা রেখেছিল জওয়ানরা! তখনই বিকট শব্দ, তারপর…

Bijapur Jawan Killed: ওই এলাকাতে আগে থেকে আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছিল মাওবাদীরা। সোমের সকালের সেটির বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ডিআরজি জওয়ানের। নাম দিনেশ নাগ। এছাড়াও আহত হয়েছেন দু'জন।

Bijapur Jawan Killed: সবে জঙ্গলে পা রেখেছিল জওয়ানরা! তখনই বিকট শব্দ, তারপর...
Image Credit: Getty Image
| Updated on: Aug 18, 2025 | 10:54 AM
Share

বিজাপুর: সোমের সকালে কেঁপে উঠল বিজাপুরের ইন্দ্রবতী ন্যাশনাল পার্ক এলাকার অংশ। ওই সময়েই জঙ্গলের মধ্যে ঢুকেছিল ছত্তীসগঢ় পুলিশের ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজি-র একটি দল। মাওবাদী দমন অভিযানে নেমে এত বড় বিপদের মুখে পড়তে হবে, তা হয়তো তারা আশাও করেনি।

সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ডিআরজি-র দলটি জঙ্গলে প্রবেশ করতেই বিরাট বিস্ফোরণ ঘটে। ওই এলাকাতে আগে থেকে আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছিল মাওবাদীরা। সোমের সকালের সেটি বিস্ফোরণের কারণে মৃত্যু হয়েছে এক ডিআরজি জওয়ানের। নাম দিনেশ নাগ। এছাড়াও আহত হয়েছেন দু’জন।

ছত্তীসগঢ় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে আহত হওয়া নিরাপত্তারক্ষীদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তারপর তাদের ওই জঙ্গল থেকে উদ্ধার করে আনেন উপস্থিত রক্ষীরা। গত কয়েক মাস ধরেই নতুন করে সক্রিয় হয়েছে মাওবাদী গোষ্ঠীগুলি। বিশেষ করে চলতি মাসের শুরুতে ‘শহিদ সপ্তাহ’ পালনের পর থেকেই নানা জায়গায় নাশকতার ঘটনা ঘটে চলেছে। একাধিক জায়গায় রেললাইনে ঘটেছে আইইডি বিস্ফোরণের ঘটনা।

একদিকে যখন নতুন করে অতিসক্রিয় হয়েছে মাওবাদী গোষ্ঠীগুলিসেই সময় তাদের রুখতেও তৎপর হয়েছে নিরাপত্তারক্ষীরাস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বলে দিয়েছিলেন, ২০২৬ সালের মধ্যে ভারত হবে মাওবাদী মুক্তসেই নির্দেশ মেনেই অভিযানে নেমে গতমাস থেকে এখনও পর্যন্ত খতম করা হয়েছেমাওবাদীকে