AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Journalist Arrested: বিজ্ঞাপন পাওয়ার লোভ! মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো ইমেল আইডি খুলে ধৃত সাংবাদিক

Journalist arrested: স্বয়ং মুখ্যমন্ত্রী কথা বলছেন, এটা বোঝানোর জন্য ওই ভুয়ো ইমেল আইডি থেকে পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, গ্যাস অথোরিটি অব ইন্ডিয়া, সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে তিনি ইমেল পাঠিয়েছিলেন।

Journalist Arrested: বিজ্ঞাপন পাওয়ার লোভ! মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো ইমেল আইডি খুলে ধৃত সাংবাদিক
ছবি: সংবাদ সংস্থা
| Edited By: | Updated on: Jan 30, 2022 | 2:06 PM
Share

নয়া দিল্লি: মিথ্যাচারে মাশুলে শ্রীঘরে সাংবাদিক। ২০১৬ সালে দায়ের হওয়া একটি এফআইআরের পরিপ্রেক্ষিতে এই সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ। ধৃত সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, নিজের সংবাদপত্রের প্রচারের জন্য তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে একটি ভুয়ো ইমলে আইডি তৈরি করেছিলেন। ভুয়ো ইমেল আইডি তৈরি করার পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বাক্ষরও জাল করেছিলেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, দিল্লি পুলিশের স্পেশাল ইউনিটের হাতে গ্রেফতার হওয়া ওই সাংবাদিকের নাম মনোজ কুমার। পুলিশ সূত্রে খবর ওড়িশার ভুবনেশ্বরে সাংবাদিক হিসেবে কাজ করেন ওই ব্যক্তি।

স্বয়ং মুখ্যমন্ত্রী কথা বলছেন, এটা বোঝানোর জন্য ওই ভুয়ো ইমেল আইডি থেকে পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, গ্যাস অথোরিটি অব ইন্ডিয়া, সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে তিনি ইমেল পাঠিয়েছিলেন। ইমেলে ওই সংস্থাগুলির কাছে সংবাদপত্রের জন্য বিজ্ঞাপন চাওয়া হয়েছিল বলেই জানিয়েছে পুলিশ। ইমেলে মুখ্যমন্ত্রী চিঠিও পাঠানো হয়। চিঠিতে মুখ্যমন্ত্রীর নামের স্বাক্ষরও জাল করেছেন অভিযুক্ত ওই ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত মনোজ কুমার ভুবনেশ্বরের একটি স্থানীয় সংবাদপত্রের মালিক। ধৃতের বিরুদ্ধে ওড়িশার কটকে এক সরকারি আধিকারিকের কাছ থেকে টাকা চাওয়ার আরও একটি অভিযোগ রয়েছে।

দিল্লি পুলিশের ডিজি কেপিএস মলহোত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর ব্যক্তিগত সচিব রাজভূষণ সিং রাওয়াত ২০১৬ সালে দিল্লি পুলিশকে এই ঘটনার বিষয়ে জানিয়েছিলেন এবং অভিযোগ দায়ের করেছিলেন। দায়ের করা অভিযোগে জানা হয়েছিল yogiadityanath.mp@gmail.com নামক ইমেল আইডি থেকে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিভিন্ন নির্দেশ দেওয়া হচ্ছে। তাই আইপি অ্যাডড্রেসের ওপর নজর রেখেই খোঁজ পেয়েছিল পুলিশ। এরপরই শুক্রবার দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্রাটেজিক অপারেশন ওড়িশা থেকে অভিযুক্তকে আটক করেছে।

আরও পড়ুন: Terrorist Attack in J&K: উপত্যকায় ফের নৃশংস হামলা! বাড়ির সামনেই পুলিশকর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দিল জঙ্গিরা 

আরও পড়ুন: Amit Shah in UP: ‘যদি সমাজবাদী পার্টি ক্ষমতায় আসে, তবে…’ বাড়ি বাড়ি গিয়ে সতর্কবার্তা দিলেন শাহ