করোনা আক্রান্ত বিজেপি সভাপতি জেপি নাড্ডা

নির্দেশিকা মেনে হোম আইসোলেশনে রয়েছেন বিজেপি সভাপতি।

করোনা আক্রান্ত বিজেপি সভাপতি জেপি নাড্ডা
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 13, 2020 | 7:24 PM

নয়া দিল্লি: ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) করোনা আক্রান্ত হয়েছেন। নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন বিজেপি সভাপতি। সামান্য উপসর্গ থাকার জন্য করোনা পরীক্ষা করিয়ে ছিলেন তিনি। এরপর করোনা রিপোর্ট পজেটিভ আসে। নির্দেশিকা মেনে হোম আইসোলেশনে রয়েছেন বিজেপি সভাপতি। যাঁরা বিগত কয়েক দিনে তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের আইসোলেশনে গিয়ে করোনা পরীক্ষা করানোর আর্জি জানিয়েছেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, “করোনার সামান্য উপসর্গ থাকার জন্য করোনা পরীক্ষা করেছিলাম। আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আমার শারীরিক অবস্থা ভাল আছে। চিকিৎসকদের পরামর্শ মতো হোম আইসোলেশনে আছি। বিগত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের আইসোলেশনে রাখুন ও করোনা পরীক্ষা করান।”

কয়েক দিন আগেই কলকাতার হেস্টিংসে বিজেপির ‘ওয়ার রুমের’ উদ্বোধন করতে এসেছিলেন জেপি নাড্ডা। তারপর একাধিক জায়গায় দলীয় কর্মসূচি পালন করেন তিনি। সেখানে রাজ্যের শীর্ষ বিজেপি নেতৃত্বদের অনেকেই নাড্ডার সংস্পর্শে এসেছেন। ওয়াকিবহাল মহল মনে করছে আইসোলেশনে যেতে পারেন তাঁরা।

আরও পড়ুন: দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে অপুষ্টি! মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে শিশুদের অ্যানিমিয়া আক্রান্ত হওয়ার হার

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সভা করেছিলেনন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সভাস্থলে যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলা চালিয়ে ছিল দুষ্কৃতীরা। অভিযোগ, দু’ দফায় হামলা হয়েছিল নাড্ডার কনভয়ে। একবার উস্তির শিরাকোলে, দ্বিতীয়বার ফলতার দোস্তিপুরে। এই ঘটনায় তাঁর গাড়ি-সহ একাধিক দলীয় নেতার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন বেশ কয়েকজন।