AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে অপুষ্টি! মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে শিশুদের অ্যানিমিয়া আক্রান্ত হওয়ার হার

১২ থেকে ২৩ মাসের শিশুদের ক্ষেত্রে টিকারণের হারও বেড়ছে। তবে অপুষ্টিজনিত সমস্যা বেড়েছে।

দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে অপুষ্টি! মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে শিশুদের অ্যানিমিয়া আক্রান্ত হওয়ার হার
ফাইল চিত্র
| Updated on: Dec 13, 2020 | 5:55 PM
Share

নয়া দিল্লি: দেশে শিশু মৃত্যুর হার কমেছে, তবে মাথা চাড়া দিয়ে উঠছে অপুষ্টির (Malnutrition) সমস্যা। পরিবার পিছু জাতীয় স্বাস্থ্য সমীক্ষার রিপোর্টে প্রকাশ্যে এসেছে এমনই তথ্য। রিপোর্ট অনুযায়ী, দেশের ১৮ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শিশু মৃত্যুর হার কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন শুক্রবারই এই রিপোর্ট প্রকাশ করেছেন।

বিবৃতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শিশু ও গর্ভকালীন মৃত্যুর হার কমেছে। ১২ থেকে ২৩ মাসের শিশুদের ক্ষেত্রে টিকারণের হারও বেড়ছে। তবে অপুষ্টিজনিত সমস্যা বেড়েছে। প্রায় ১১ টি রাজ্যের শিশুদের ক্ষেত্রে বয়সের তুলনায় খর্বাকার হওয়ার হার বেড়েছে। তেলেঙ্গানায় এই হার বেড়েছে ৫.১ শতাংশ। হিমাচল প্রদেশে বেড়েছে ৪.৫ শতাংশ। কেরলে ৩.৭ শতাংশ, পশ্চিমবঙ্গে ১.৩ শতাংশ, মহারাষ্ট্রে ০.৮ শতাংশ ও গুজরাটে ০.৫ শতাংশ বেড়েছে এই হার।

আরও পড়ুন: গৌরবময় ৩০ বছর! আইএনএস বিরাটের শুরু থেকে শেষের কথা

অপুষ্টির কারণে ওজন ও দৈর্ঘ্য উপযুক্ত না হওয়ার হারও বেড়েছে ১৪ টি রাজ্যে। এই বৃদ্ধি জম্মু ও কাশ্মীরে ৬.৮ শতাংশ, অসমে ৪.৭ শতাংশ, বিহারে ২.১ শতাংশ, তেলেঙ্গানায় ৩.৬ শতাংশ। দেশে অস্বাভাবিক হারে বেড়েছে অ্যানিমিয়াও। পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অ্যানিমিয়া আক্রান্ত হওয়ার হার ৩২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে অসমে। জম্মু ও কাশ্মীরে ১৮.৯ শতাংশ, গুজরাটে ১৭.১ শতাংশ, মহারাষ্ট্রে ১৫.১ শতাংশ, পশ্চিমবঙ্গে ১৪.৮ শতাংশ-সহ বিভিন্ন রাজ্যে মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে।