Karnataka Election Result 2023: দক্ষিণে ‘হাওয়া’ গেরুয়া, কর্নাটক দেখল হাতের ভেল্কি, নিষ্প্রভ জেডি(এস) : কংগ্রেস- ১৩৫, বিজেপি- ৬৬, জেডিএস-১৯

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 14, 2023 | 12:27 PM

Karnataka Assembly Election Results 2023: ২২৪ টি আসন সমন্বিত কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতে চলেছে। ভোট গ্রহণের মাঝেই হার মেনে নিয়েছেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। এদিকে রুদ্ধাশ্বাস গতিতে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে কংগ্রেস।

Karnataka Election Result 2023: দক্ষিণে ‘হাওয়া’ গেরুয়া, কর্নাটক দেখল হাতের ভেল্কি, নিষ্প্রভ জেডি(এস) : কংগ্রেস- ১৩৫, বিজেপি- ৬৬, জেডিএস-১৯
Image Credit source: PTI

Follow Us

দক্ষিণী রাজ্য কর্নাটকের গদিতে এবার বসবে কে? বিজেপি নাকি কংগ্রেস, কোন দল পেতে চলেছে সংখ্যাগরিষ্ঠতা? সরকার গড়ার ক্ষেত্রে নির্ণায়কের ভূমিকা কি পালন করবে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার দল জেডিএস? এই সমস্ত প্রশ্নেরই উত্তর মিলবে কিছুক্ষণের মধ্যেই। কারণ আজ, শনিবার প্রকাশিত হতে চলেছে কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। গত ১০ মে এক দফাতেই কর্নাটকের ২২৪টি আসনে ভোট গ্রহণ হয়। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই দেখা গিয়েছে, এবার নির্বাচনে এগিয়ে থাকার সম্ভাবনা কংগ্রেসের। ১০০টিরও বেশি আসনে জয়ী হতে পারে তারা। অন্যদিকে, বিজেপিরও ৯০টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। জেডিএসের ঝুলিতে যেতে পারে ২০ থেকে ২৫টি আসন। এক্ষেত্রে সরকার গঠনে নির্ণায়কের ভূমিকা পালন করতে পারে দেবেগৌড়ার দল। তবে বুথ ফেরত সমীক্ষাই সত্যি হয় নাকি শেষ মুহূর্তে কোনও ভোট ম্যাজিক হয়, তাই-ই এখন দেখার।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 13 May 2023 10:21 PM (IST)

    ইস্তফা বাসবরাজ বোম্মাইয়ের

    কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বাসবরাজ বোম্মাই। শনিবার সন্ধ্যায় কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেতেই ইস্তফা দিলেন বিজেপির মুখ্যমন্ত্রী।

  • 13 May 2023 09:54 PM (IST)

    ‘হাতের’ মুঠোয় কর্নাটক

    ২২৪ টি আসনের মধ্যে ১৩৬ টি আসনে জয় হাশিল করল কংগ্রেস। ৬৫ আসনে জয়ী হয়েছে বিজেপি। জেডিএস-র ঝুলিতে ১৯ টি আসন। আর দুটি আসন থেকে জয়ী হয়েছে নির্দল বিধায়ক। আর বাকি দুটি আসনে জয়ী হয়েছে স্থানীয় দুটি রাজনৈতিক দল।


  • 13 May 2023 08:57 PM (IST)

    জয়ের পর নন্দিনী ব্র্যান্ডে মিষ্টিমুখ কংগ্রেসের কর্মীদের

    কর্নাটেক ঝোড়ো ব্যাটিং করেছে কংগ্রেস। এরপর কংগ্রেসের নেত-কর্মীদের নন্দিনী ব্র্যান্ডের মিষ্টি বিলি করছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

  • 13 May 2023 05:59 PM (IST)

    ম্যাজিক ফিগার পার কংগ্রেসের

    কর্নাটকে ম্যাজিক ফিগার পার করল কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই দক্ষিণী রাজ্যে সরকার গঠনের পথে গ্র্যান্ড ওল্ড পার্টি। ২২৪ টি আসনের মধ্যে ১২৩ টি আসনেই জয়ী ঘোষিত কংগ্রেস।

     

    kj

  • 13 May 2023 05:29 PM (IST)

    বিপুল জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন মোদীর

    বিপুল জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কর্নাটকবাসীর প্রত্যাশা পূরণের জন্য কংগ্রেসকে শুভেচ্ছাও জানালেন তিনি। পাশাপাশি কর্নাটকবাসীর এই ফলাফল মাথা পেতে নিলেন নমো। তিনি শনিবার বিকেলে টুইট বার্তায় লিখলেন, “কর্নাটক নির্বাচনে যাঁরা আমাদের সমর্থন করেছেন আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই। আমি বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করতে চাই। আমরা আগামী দিনে আমাদের আরও বেশি করে কর্নাটকের মানুষের সেবা করতে হবে।”
  • 13 May 2023 05:27 PM (IST)

    কর্নাটকবাসীকে স্যালুট, কংগ্রেসের নাম উল্লেখ করলেন না মমতা

    কর্নাটকে বিজেপিতে উৎখাত করতে পারার জন্য কর্নাটকবাসীকে স্যালুট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • 13 May 2023 05:20 PM (IST)

    ‘বাংলার সবাই কংগ্রেসে চলে আসুন’, কর্নাটকের জয়ে ‘ফুটছেন’ অধীর

    কর্নাটকে জিতছে কংগ্রেস। আত্মবিশ্বাসের সুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গলায়। তাঁর সাফ দাবি, দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে বিকল্প একটাই। আর সেটা কংগ্রেসই।

    বিস্তারিত পড়ুন: Congress Victory: ‘বাংলার সবাই কংগ্রেসে চলে আসুন’, কর্নাটকের জয়ে ‘ফুটছেন’ অধীর

  • 13 May 2023 05:19 PM (IST)

    বিজেপির ভোটব্যাঙ্কে ধসের ‘কারিগর’ কি লিঙ্গায়তরাই, কেন মুখ ফেরালেন তাঁরা?

    সম্পূর্ণ ফল সামনে আসার আগেই দেখা যাচ্ছে ধস নেমেছে বিজেপির লিঙ্গায়ত ভোট ব্যাঙ্কে। কর্নাটকের নির্বাচন নিয়ন্ত্রণ করে এই বিশেষ সম্প্রদায়ই। অন্ততপক্ষে ১০০টি আসনের ফল নির্ভর করে লিঙ্গায়ত ভোটব্যাঙ্কের উপর। কেন এরকম হল? হঠাৎ কেন লিঙ্গায়ত সম্প্রদায় মুখ ফেরালো গেরুয়া শিবির থেকে? কী বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা?

    বিস্তারিত পড়ুন: Karnataka Election 2023: বিজেপির ভোটব্যাঙ্কে ধসের ‘কারিগর’ কি লিঙ্গায়তরাই, কেন মুখ ফেরালেন তাঁরা?

  • 13 May 2023 05:17 PM (IST)

    এবার কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে হবেন?

    কর্নাটকে জয়ের পথে কংগ্রেস। এবার দলের কাছে আরও বড় চ্যালেঞ্জ। মুখ্য়মন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের মধ্যে কাকে বেছে নেবে কংগ্রেস তাই নিয়ে শুরু হয়ে নয়া চাপানউতর।

    বিস্তারিত পড়ুন: Karnataka Election 2023: জয়ের আনন্দেও অস্বস্তি, সিদ্দারামাইয়া না শিবকুমার – কে হবেন মুখ্যমন্ত্রী?

  • 13 May 2023 05:14 PM (IST)

    ঘৃণার বাজার বন্ধ, খুলল ভালবাসার দোকান: রাহুল

    কর্নাটকে জয়ের খবরের মাঝেই দিল্লিতে কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন রাহুল গান্ধী। তিনি এই জয়কে ‘শক্তির কাছে ক্ষমতার হার’ বলে উল্লেখ করেন। সঙ্গে বলেছেন, ‘কর্নাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, ভালবাসার দোকান খুলল।’

    আরও পড়ুন: ‘ঘৃণার বাজার বন্ধ, খুলল ভালবাসার দোকান’, কর্নাটকে জয়ের পর মন্তব্য রাহুলের

  • 13 May 2023 05:11 PM (IST)

    ‘জেলে দেখা করতে এসেছিলেন সনিয়া’, কেঁদে ফেললেন শিবকুমার

    কনকপুরা কেন্দ্র থেকে জয়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হন শিবকুমার। তারপর তাঁর জেলে থাকাকালীন সনিয়ার দেখা করতে আসার স্মৃতি চারণা করে কেঁদে ফেলেন কংগ্রেস নেতা।

    বিস্তারিত পড়ুন: DK Shivkumar on Karnataka Result: ‘জেলে থাকার সময় দেখা করতে এসেছিলেন সনিয়া’, আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেললেন শিবকুমার

  • 13 May 2023 05:08 PM (IST)

    বিধায়ক ‘চুরি’ রুখতে ‘অ্যান্টি অপারেশন লোটাস’ রাহুল ব্রিগেডের

    যাতে গত নির্বাচনের পাশার দানের উল্টে যাওয়ার পুনরাবৃত্তি না হয়, তার জন্য ফল প্রকাশের আগেই বিধায়কদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি কংগ্রেসের।

    বিস্তারিত পড়ুন: Congress: রেডি চার্টার্ড ফ্লাইট,’ বিধায়ক ‘চুরি’ রুখতে ‘অ্যান্টি অপারেশন লোটাস’ রাহুল ব্রিগেডের

  • 13 May 2023 05:05 PM (IST)

    সদর দফতরে হনুমান সেজে তুমুল নাচ কং-নেতাদের

    কর্নাটকে জয়ের পথে এগোতেই তুমুল উচ্ছ্বাস কংগ্রেস শিবিরে। একেবারে হনুমান সেজে মাঠে নেমে পড়লেন দলের কর্মী-সমর্থকরা।

    বিস্তারিত পড়ুন: Karnataka Election 2023: সদর দফতরে হনুমান সেজে তুমুল নাচ কং-নেতাদের

  • 13 May 2023 05:02 PM (IST)

    চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই হার মানলেন বোম্মাই

    চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে ভোট গণনা চলাকালীনই হার স্বীকার করলেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

    বিস্তারিত পড়ুন:  ‘আমরা পারলাম না’, চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই হার মানলেন বোম্মাই

  • 13 May 2023 04:58 PM (IST)

    ম্যাজিক ফিগার ছোঁয়ার খুব কাছাকাছি কংগ্রেস

    নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ১০৩ টি আসনে জয়ী কংগ্রেস। আর ৩৩ টি আসনে এগিয়ে রয়েছে। ৫০ টি আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছে বিজেপি এবং ১৪ টি আসনে এগিয়ে রয়েছে।

  • 13 May 2023 04:56 PM (IST)

    রাহুলের ‘ভারত জোড়োতেই’ কর্নাটকে বাজিমাত!

    কর্নাটক বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হতে আর কিছুক্ষণই বাকি। এই নির্বাচনে বিজেপির জয়রথ থমকে দিয়ে কর্নাটকের মসনদে বসছে কংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে জয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আর কংগ্রেসের এই জয়ের পিছনে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও তাঁর ‘ভারত জোড়া যাত্রাকেই’ কৃতিত্ব দিয়েছে দল।

    বিস্তারিত পড়ুন: Karnataka Election Result 2023: রাহুলের ‘ভারত জোড়োতেই’ কর্নাটকে বাজিমাত, পঞ্চমুখ কংগ্রেস

  • 13 May 2023 04:45 PM (IST)

    প্রধানমন্ত্রী মোদীর ভাবনা ভুল প্রমাণিত হল, কর্নাটকে জয়ের পর বলেন সিদ্দারামাইয়া

  • 13 May 2023 04:13 PM (IST)

    কর্নাটকে বিজেপির হারে দায় স্বীকার বোম্মাইয়ের

  • 13 May 2023 04:08 PM (IST)

    উচ্ছ্বাস বাঘেলের

    কর্নাটকে জয়ের পর বিলাসপুরে হনুমান মন্দিরে পুজো দিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

    #WATCH | Chhattisgarh CM Bhupesh Baghel offers prayers at Hanuman Temple in Bilaspur pic.twitter.com/nIQ0FryQE8

    — ANI (@ANI) May 13, 2023

  • 13 May 2023 04:07 PM (IST)

    জয়ের শংসাপত্র সংগ্রহ করলেন শিবকুমার

    কনকপুরা আসন থেকে ১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কর্নাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। এই জয়ের পরই তিনি জয়ের শংসাপত্র নিতে যান। তারপরই জয়ের চিহ্ন দেখান তিনি।

     

  • 13 May 2023 04:05 PM (IST)

    গান্ধীনগরে জয় কংগ্রেসের

    ১০৫ ভোটের ব্যবধানে গান্ধী নগর কেন্দ্র থেকে জয়ী হলেন কংগ্রেসের দীণেশ গুন্ডু রাও

  • 13 May 2023 03:54 PM (IST)

    ৫৪ হাজারের বেশি ভোটে জয়ী বিদায়ী বিজেপি মুখ্যমন্ত্রী বোম্মাই

    শিগ্গাঁও কেন্দ্র থেকে  ৫৪ হাজারের বেশি ভোটে জয়ী বিজেপির বিদায়ী মুখ্য়মন্ত্রী বাসবরাজ বোম্মাই। এদিকে গণনা শেষ হওয়ার আগেই এই নির্বাচনে বিজেপির হার মেনে নেন।
  • 13 May 2023 03:10 PM (IST)

    ‘অপ্রতিরোধ্য’, রুদ্ধশ্বাস গতিতে ম্যাজিক ফিগার পার করে এগোচ্ছে কংগ্রেস

    নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য় অনুযায়ী, ২২৪ টি আসনের মধ্যে কংগ্রেস ইতিমধ্যেই ৩৬ টি আসনে জিতে গিয়েছে। আর ১০১ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ৪৫ টি আসনে এগিয়ে বিজেপি। ১৭ টি আসনে জয়ী বিজেপি।

     

  • 13 May 2023 03:07 PM (IST)

    কর্নাটকে ‘ডিকে, ডিকে’ স্লোগান

    কংগ্রেসের ডিকে শিবকুমারকে নিয়ে কংগ্রেসের মধ্যে উচ্ছ্বাস। নিজের কেন্দ্র থেকে জয়ের পর রাস্তায় বের হন কর্নাটক কংগ্রেসের সভাপতি। তাঁকে ঘিরে ‘ডিকে, ডিকে’ স্লোগান উঠল কর্নাটকে।

     

     

  • 13 May 2023 02:46 PM (IST)

    ‘শক্তির কাছে হার ক্ষমতার’

    কর্নাটকে জয়ের পথে এগোনোর সঙ্গে সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, জনগণের শক্তির কাছে পরাজিত ‘ক্রোনি ক্যাপিটালিজম’। তিনি আরও বলেন, কর্নাটকে শক্তির কাছে হেরে গিয়েছে ক্ষমতা।

  • 13 May 2023 02:19 PM (IST)

    সনিয়া গান্ধীর কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন ডিকে শিবকুমার

    নিজের জয়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের সকল সাধারণ সম্পাদক, কর্মী-সমর্থক থেকে শুরু করে গান্ধী পরিবার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিবকুমার। মল্লিকার্জুন খাড়্গের প্রতিও ধন্যবাদ জানান তাঁর উপর আস্থা রাখার জন্য। তিনি বলেন, “আমি দল ও সমস্ত কংগ্রেস কর্মীদের ধন্যবাদ জানাই। তাঁরা এই নির্বাচনের পিছনে কঠোর পরিশ্রম করেছেন।” এদিকে তিনি সনিয়া গান্ধীর কথা বলতে বলতে কেঁদেও ফেলেন। তিনি বলেন, “আমি সনিয়া গান্ধীর অবদান কোনওভাবেই ভুলতে পারব না। তিনি আমার সঙ্গে জেলে দেখা করতে এসেছিলেন।”

  • 13 May 2023 01:13 PM (IST)

    বুকে ‘সিদ্দারামাইয়া সিএম’ ট্যাটু এঁকে উদযাপন

     

  • 13 May 2023 01:12 PM (IST)

    চাল্লাকেরে আসনে জয়ী কংগ্রেস

    কর্নাটকে নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে শুরু হল। চাল্লাকেরে আসন থেকে কংগ্রেস জয়ী হল।

     

  • 13 May 2023 01:09 PM (IST)

    ১৩১ আসনে এগিয়ে কংগ্রেস

    জয়ের ব্যবধান বাড়ছে। বর্তমানে ১৩১ টি আসনে এগিয়ে গিয়েছে কংগ্রেস। ৬৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। জেডিএস এগিয়ে রয়েছে ২১টি আসনে।

  • 13 May 2023 12:56 PM (IST)

    ১ লক্ষেরও বেশি ভোটে জয়ী কংগ্রেস নেতা ডিকে শিবকুমার

    কর্নাটক বিধানসভা নির্বাচনে কনকপুরা কেন্দ্র থেকে জয়ী হলেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। জানা গিয়েছে, ১ লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার।

     

  • 13 May 2023 12:43 PM (IST)

    আশাহত মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই

    গণনা এখনও শেষ হয়নি, তবে ভোটের হারে আশাহত মুখ্য়মন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ও বিজেপি কর্মীরা সবরকমের চেষ্টা করলেও আমরা ম্যাজিক ফিগার ছুঁতে পারিনি। সম্পূর্ণ ফলাফল বের হলে আমরা ভোটের ফলের পর্যালোচনা করব।”

  • 13 May 2023 12:06 PM (IST)

    ৪৩ শতাংশ আসনে এগিয়ে কংগ্রেস

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কর্নাটকে কংগ্রেস ৪২.৯৩ শতাংশ ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে ৩৬.১৭ শতাংশ ভোট। অন্যদিকে, জেডিএস পেয়েছে ১২.৯৭ শতাংশ ভোট।

  • 13 May 2023 12:04 PM (IST)

    ফল ঘোষণার আগেই জয়ের পোস্টার কংগ্রেসের সদর দফতরে

    কর্নাটক নির্বাচনের ফল প্রকাশ এখনও হয়নি। তার আগেই জয়ের পোস্টার পড়ে গেল কংগ্রেসের সদর দফতরে। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের বাইরে দেখা যায় কর্নাটক বিজয় লেখা একটি পোস্টার। তাতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ছবিও দেখা যায়।

  • 13 May 2023 12:01 PM (IST)

    কনকপুরা থেকে এগিয়ে রয়েছেন ডিকে শিবকুমার

    কর্নাটকের কনকপুরা কেন্দ্র থেকে ৭১.৬৩ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে কর্নাটকের কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার।

  • 13 May 2023 11:37 AM (IST)

    ১২১ আসনে এগিয়ে কংগ্রেস

    ১২১ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।  বিজেপি এগিয়ে আছে ৭১ আসনে। অন্যদিকে জেডিএস আপাতত ২৫ আসনে এগিয়ে রয়েছে। অন্য়ান্য দলগুলি ৭টি আসনে এগিয়ে।

  • 13 May 2023 11:15 AM (IST)

    হুবলি থেকে পিছিয়ে জগদীশ সেত্তার

     

  • 13 May 2023 11:15 AM (IST)

    ১১৬ আসনে এগিয়ে কংগ্রেস , জেডিএস এগিয়ে ২৯ আসনে

    বাড়ছে ভোটের ব্যবধান। সকাল ১১টা অবধি পাওয়া তথ্য অনুযায়ী, কর্নাটকে বর্তমানে ১১৬টি আসনে এগিয় রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ৭২টি আসনে। অন্যদিকে, জেডিএস এগিয়ে রয়েছে ২৯টি আসনে।

  • 13 May 2023 11:01 AM (IST)

    ২৬ হাজার ভোটে এগিয়ে শিবকুমার

    কর্নাটকে কংগ্রেসের সভাপতি তথা প্রার্থী ডিকে শিবকুমার ২৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

     

  • 13 May 2023 11:00 AM (IST)

    সংখ্য়াগরিষ্ঠতার দিকে এগোচ্ছে কংগ্রেস

     

  • 13 May 2023 10:59 AM (IST)

    সংবাদমাধ্যমের মুখোমুখি সিদ্দারামাইয়া

     

  • 13 May 2023 10:56 AM (IST)

    ফল প্রকাশের আগে মন্দিরে পুজো দিচ্ছেন কুমারস্বামী

    কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। তারই মধ্যে জয়ের প্রার্থনা করতে বেঙ্গালুরুর একটি মন্দিরে গেলেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী।

  • 13 May 2023 10:53 AM (IST)

    ২৫ আসনে এগিয়ে জেডিএস

    একদিকে যেখানে কংগ্রেস ১১৬টি আসনে এগিয়ে রয়েছে, সেখানেই আসন সংখ্যা বাড়ছে জেডিএসেরও। বর্তমানে ২৫টি আসনে এগিয়ে রয়েছে দেবেগৌড়ার দল। 

  • 13 May 2023 10:06 AM (IST)

    শিগ্গাও থেকে এগিয়ে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই

    কর্নাটকের শিগ্গাও আসন থেকে বর্তমানে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই।

  • 13 May 2023 10:04 AM (IST)

    শিকারিপুরা থেকে এগিয়ে ইয়েদুরাপ্পার ছেলে

    কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে তথা বিজেপি নেতা বিজয়েন্দ্র এগিয়ে রয়েছেন শিকারিপুরা কেন্দ্র থেকে।

  • 13 May 2023 10:02 AM (IST)

    কংগ্রেস নেতৃত্বদের উদযাপন

     

  • 13 May 2023 10:01 AM (IST)

    কংগ্রেসের সদর দফতরে উদযাপন

     

  • 13 May 2023 10:00 AM (IST)

    চলছে ভোট গণনা

     

  • 13 May 2023 09:58 AM (IST)

    ১১১ আসনে এগিয়ে কংগ্রেস

    সামান্য কমছে কংগ্রেসের আসন সংখ্যা। ভোট গণনা শুরু হওয়ার দুই ঘণ্টা পর দেখা গিয়েছে, ১১১ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ৭৮টি আসনে। অন্যদিকে জেডিএস এগিয়ে রয়েছে ৩০টি আসনে। অন্যান্য দল এগিয়ে রয়েছে ৫টি আসনে।

  • 13 May 2023 09:55 AM (IST)

    ১৩২ আসনে এগিয়ে গেল কংগ্রেস

    সংখ্যাগরিষ্ঠতার সংখ্য়ার দিকে এগোচ্ছে কংগ্রেস। কর্নাটকে ২২৪টি আসনের মধ্যে বর্তমানে ১৩২টি আসনেই এগিয়ে কংগ্রেস।  বিজেপি এগিয়ে ৭৮টি আসনে।

  • 13 May 2023 09:16 AM (IST)

    ১১৯ আসনে এগিয়ে কংগ্রেস

    বাড়ছে কংগ্রেসের আসন সংখ্যা। বর্তমানে ১১৯টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপির কমছে আসন সংখ্যা।

  • 13 May 2023 09:11 AM (IST)

    বেঙ্গালুরু দক্ষিণ থেকে এগিয়ে বিজেপি

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভাটকল ও বেঙ্গালুরু দক্ষিণ আসন থেকে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে চমরাজনগর ও চমরাজপেট আসন থেকে।

  • 13 May 2023 09:09 AM (IST)

    নির্বাচন কমিশনের হিসাবেও এগিয়ে কংগ্রেস

    জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কর্নাটকে ১২টি আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি এগিয়ে ৮টি আসনে। জেডিএস এগিয়ে রয়েছে মাত্র ১টি আসনে।

  • 13 May 2023 09:07 AM (IST)

    বাড়ছে জেডিএসের আসন সংখ্যা

    কর্নাটকের বিধানসভা নির্বাচনে ক্রমেই আসন সংখ্যা বাড়ছে জেডিএসের। বর্তমানে ২১টি আসনে এগিয়ে জেডিএস।

  • 13 May 2023 09:06 AM (IST)

    ১১৭ আসনে এগিয়ে গেল কংগ্রেস

    ভোট গণনার এক ঘণ্টা পার। বর্তমানে ১১৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ৮৭টি আসনে।

  • 13 May 2023 08:42 AM (IST)

    ১১৩ আসনে এগিয়ে কংগ্রেস

    ভোট গণনার শুরু থেকেই এগিয়ে কংগ্রেস। বর্তমানে ১১৩টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৯১টি আসনে। জেডিএস ১৪টি আসনে এবং অন্যান্য দল ১টি আসনে এগিয়ে।

  • 13 May 2023 08:33 AM (IST)

    ১০০ আসনে এগিয়ে কংগ্রেস

    কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। শুরুতেই ১০০ আসনে এগিয়ে কংগ্রেস। ৮৭ আসনে এগিয়ে বিজেপি।

  • 13 May 2023 08:27 AM (IST)

    ৮২ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ১০০-র দোরগোড়ায়

    ভোট গণনার প্রথম আধ ঘণ্টাতেই জানা গেল, কর্নাটকে ২২৪টি আসনের মধ্যে ৮২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৯১টি আসনে। অন্যদিকে, জেডিএস এগিয়ে রয়েছে ১০টি আসনে।

  • 13 May 2023 08:25 AM (IST)

    গণনা শুরুর আগে থেকেই উদযাপন শুরু কংগ্রেসের

     

  • 13 May 2023 08:04 AM (IST)

    শুরু হল ভোট গণনা

  • 13 May 2023 07:08 AM (IST)

    সরকার গড়বে কংগ্রেসই: সালিম আহমেদ

    ভোট গণনা শুরুর আগেই আত্মবিশ্বাসী কংগ্রেস। কর্নাটকের কংগ্রেস নেতা সালিম আহমেদ বলেন, “সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার সরকার গঠন করবে কংগ্রেস। আমরা এই বিষয়ে আত্মবিশ্বাসী। কর্নাটকের জনগণ পরিবর্তন খুজছিলেন কারণ তারা বর্তমান সরকার নিয়ে বিরক্ত।”

  • 13 May 2023 07:05 AM (IST)

    মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে কড়া নিরাপত্তা

    ভোটের ফল ঘোষণার আগেই কড়া নিরাপত্তার পাহারা দেখা গেল কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের বাড়ির বাইরে।

  • 13 May 2023 07:04 AM (IST)

    বুথের বাইরে পুলিশি পাহারা

     

  • 13 May 2023 07:03 AM (IST)

    বিভিন্ন বুথে কড়া নিরাপত্তা

    আর কিছুক্ষণ পর থেকেই শুরু হবে কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তার আগেই বিভিন্ন কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

  • 13 May 2023 07:00 AM (IST)

    সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা

    আজ কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা।