5

World Heritage Sites: শান্তিনিকেতনের সঙ্গে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা পেল দেশের এই সৌধটি, টুইট আপ্লুত মোদীর

PM Narendra Modi tweet: শান্তিনিকেতনের পাশাপাশি ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে দেশের আরও একটি সৌধ, কর্নাটকের হোয়েসলা মন্দির। এই নিয়ে দেশের ৪২টি সৌধ বিশ্বের হেরিটেজ সাইটের তালিকায় এসেছে। ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রমাণ বলে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

World Heritage Sites: শান্তিনিকেতনের সঙ্গে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা পেল দেশের এই সৌধটি, টুইট আপ্লুত মোদীর
ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল কর্নাটকের হোয়েসলা মন্দির।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 9:40 AM

নয়া দিল্লি: শান্তিনিকেতনের পাশাপাশি ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে দেশের আরও একটি সৌধ, কর্নাটকের হোয়েসলা মন্দির। এই নিয়ে দেশের ৪২টি সৌধ বিশ্বের হেরিটেজ সাইটের তালিকায় এসেছে। ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রমাণ কর্নাটকের হোয়েসলা মন্দির এবং এটি হেরিটেজ তকমা পাওয়ার ঘটনা ভারতকে আরও বেশি গৌরবান্বিত করেছে এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি বলে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কর্নাটকের হোয়েসলা মন্দির হেরিটেজ তকপা পাওয়ায় অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনন্দ প্রকাশ করে টুইটারে তিনি লিখেছেন, “ভারতের জন্য আরও গর্বের বিষয়!হোয়েসলা মন্দিরের কালজয়ী সৌন্দর্য এবং জটিল বিবরণ ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের পূর্বপুরুষদের ব্যতিক্রমী কারুকার্যের প্রমাণ।”