তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত! দৈনিক আক্রান্তের ৪০ শতাংশই কেরল থেকেই

দৈনিক আক্রান্তের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে দৈনিক মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ১৩১ জনের।

তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত! দৈনিক আক্রান্তের ৪০ শতাংশই কেরল থেকেই
ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2021 | 10:43 AM

তিরুবনন্তপুরম: দেশে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল কেরল থেকেই। সংক্রমণেও মহারাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়েছিল সে রাজ্য। ফের একবার উর্ধ্বমুখী সংক্রমণ জানান দিচ্ছে, তৃতীয় ঢেউয়ের সূচনাও হতে পারে এখান থেকেই। কারণ গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ।

করোনা মোকাবিলায় কেরলের প্রশংসা বিদেশ থেকেও করা হয়েছিল। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরেই ফের একবার রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দু’দিন আগেও যেখানে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডিতে ছিল, তা এখন ২০ হাজারে পৌঁছেছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছন ২২ হাজার ৫৬ জন।

আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে একলাফে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ২৭ হাজার ৩০১, যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৯ হাজার ৫৩৪। তবে রাজ্যের সুস্থতার হার তুলনামূলকভাবে ভাল। এখনও অবধি মোট সুস্থ হয়ে উঠেছেন ৩১ লক্ষ ৬০ হাজার ৮০৪ জন।

দৈনিক আক্রান্তের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে দৈনিক মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ১৩১ জনের। এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪৫৭। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৭৬১ জন, যা দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় কম।

করোনায় সর্বাধিক প্রভাবিত জেলাগুলি হল মলপুৃ্পুরম, যেখানে একদিনেই ৩ হাজার ৯৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরপরই রয়েছে ত্রিশূর (৩০০৫), কোঝিকোড় (২৪০০), এরনাকুলাম (২৩৯৭), পালাক্কড় (১৬৪৯), কোল্লাম (১৪৬২), আলাপুজ্জা (১৪৬১), কন্নুর (১১৭৯), তিরুবনন্তপুরম (১১০১) ও কোট্টায়ম (১০৬৭)।

আক্রান্তদের মধ্যে ১০০ জন যেমন স্বাস্থ্যকর্মী রয়েছেন, তেমন ভিন রাজ্য থেকে আগত ১২০ জনও এসেছেন, যাদের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।২০ হাজার ৯৬০ জন করোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। তবে ৮৭৬ জনের আক্রান্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। আরও পড়ুন: মন্ত্রক বদলালেও বদলায়নি সম্পর্ক, বিশেষ দিনে অর্থমন্ত্রীর সঙ্গে পুরনো ‘স্মৃতি’ শেয়ার করলেন অনুরাগ!