AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande bharat express: নতুন রেকের বন্দে ভারত ট্রেন পাবে কেরল, টুইট রেলমন্ত্রীর

Ashwini Vaishnaw tweet: নতুন ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে কেরল পাবে নয়া রূপের বন্দে ভারত এক্সপ্রেস। কমলা রঙের নতুন রেকের বন্দে ভারত এক্সপ্রেস পাবে কেরল। কেরলের কাসারাগোদ-ত্রিবান্দ্রাম রুটে এই ট্রেনটি চলবে।

Vande bharat express: নতুন রেকের বন্দে ভারত ট্রেন পাবে কেরল, টুইট রেলমন্ত্রীর
নতুন রূপে বন্দে ভারত এক্সপ্রেস।Image Credit: twitter
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 5:03 AM
Share

নয়া দিল্লি: আজ, রবিবার নতুন ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তার মধ্যে কেরল পাবে নয়া রূপের বন্দে ভারত এক্সপ্রেস (Vande bharat express)। কমলা রঙের নতুন রেকের বন্দে ভারত এক্সপ্রেস পাবে কেরল। কেরলের কাসারাগোদ-ত্রিবান্দ্রাম রুটে এই ট্রেনটি চলবে। সেই ট্রেনের একটি ভিডিয়ো ইতিমধ্যে টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

ভিডিয়োতে কী রয়েছে?

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের টুইট করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কমলা রঙের নতুন রেকের বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে। ভিডিয়োর শিরোনামে মন্ত্রী লিখেছেন, নতুন রঙের বন্দে ভারত, শীঘ্রই কেরলে আসছে।

প্রসঙ্গত, গত মাসে চেন্নাইয়ের ইন্টারগাল কোচ ফ্যাক্টরিতে (ICF) প্রথম কমলা রঙের বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রূপ প্রকাশ্যে আসে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নতুন রঙের এই বন্দে ভারত ট্রেনটি ২৮ তম রেক। ভারতীয় তেরঙার দ্বারা অনুপ্রাণিত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ট্রেন।

রবিবার, ২৪ সেপ্টেম্বর কেরলের কাসারাগোদ-ত্রিবান্দ্রাম রুট ছাড়াও যে ৮টি রুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন, সেগুলি একনজরে…

১)উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস ২) তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস ৩) হায়দরাবাদ-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস ৪) বিজয়ওয়াদা-চেন্নাই (ভায়া রেনিগুন্টা) বন্দে ভারত এক্সপ্রেস ৫) পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ৬) রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ৭) রাউরকেল্লা-ভুবনেশ্বর বন্দে ভারত এক্সপ্রেস ৮) জামনগর-আহমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস।