NEET Results Out: বাবাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা, পরে খুন! যন্ত্রণা বুকে নিয়ে NEET-এ সাফল্য বৈভবীর
NEET Results Out: ইতিমধ্যেই এই ঘটনার উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের NCP-এর কর্মী ধনঞ্জয় মুণ্ডের ঘনিষ্ট বাল্মিকী কারাডকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে দলীয় নেতৃত্ব।

মুম্বই: গত ডিসেম্বর খুন হয়েছে বাবা। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা এখনও ভোলেনি মেয়ে। কিন্তু তার মাঝে থাকেনি সাফল্য। নিট পরীক্ষায় সবাইকে দেখিয়ে দিল বৈভবী। তার সাফল্য কাহিনী নিজের সমাজমাধ্যমে পোস্ট করলেন খোদ রাজ্যে উপমুখ্যমন্ত্রী।
ঘটনা মহারাষ্ট্রের বিড় এলাকার। সেখানকারই একটি গ্রামের মুখ্য ছিলেন সন্তোষ দেশমুখ। গতবছর ডিসেম্বর মাসে জ্বালানির কোম্পানির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে গ্রামে সরব হয়েছিলেন তিনি। তখনই তাকে তুলে অপহরণ করে এক দল দুষ্কৃতী। চলে নির্যাতন ও সব শেষে খুন হন সন্তোষ।
ইতিমধ্যেই এই ঘটনার উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের NCP-এর কর্মী ধনঞ্জয় মুণ্ডের ঘনিষ্ট বাল্মিকী কারাডকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে দলীয় নেতৃত্ব।
এবার সেই সন্তোষ-কন্যাই তৈরি করল নিজের সাফল্য-গাঁথা। যা নিজের এক্স হ্য়ান্ডেলে পোস্ট করলেন খোদ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন, ‘বৈভবীর সাফল্য শুধুমাত্র নম্বরের ভিত্তিতে পরিমাপ করা উচিত নয়। হাজার কষ্ট সহ্য করে লড়াই চালিয়েছে সে। এই রকম কঠিন সময়েও নিজের মনোবল দৃঢ় রেখেছে।’
बारावी परीक्षेनंतर कु. वैभवी संतोष देशमुख हिने मेडिकलसाठी महत्त्वपूर्ण असलेल्या NEET सारख्या कठीण परीक्षेत मिळवलेलं घवघवीत यश केवळ शैक्षणिक कामगिरी नाही, तर संकटांशी दोन हात करत ध्येयाला भिडण्याची शिकवण आहे. जी नव्या पिढीसाठी प्रेरणादायी ठरेल.
वैभवी, तुझं यश केवळ गुणांच्या रूपात… pic.twitter.com/HOGaec1gj5
— Ajit Pawar (@AjitPawarSpeaks) June 15, 2025
তবে এই সাফল্য প্রথম নয়। এর আগে দ্বাদশের ফলাফলেও তাক লাগানোর মতো ফলাফল করেছে বৈভবী। মোট ৮৫ শতাংশ নম্বর নিয়ে গ্রামের ‘লক্ষ্মী মেয়ে’ হয়েছে সে। উল্লেখ্য, শনিবার ফলপ্রকাশ হয়েছে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার। গোটা দেশে প্রথম হয়েছে রাজস্থানের মহেশ কুমার। গোটা দেশে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বসা প্রতিটা পড়ুয়াকে টপকে ৯৯.৯৯ শতাংশ নম্বর নিয়ে ‘সোনার ছেলে’ সে।





