AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asish Mishra Surrender: ‘সুপ্রিম’ নির্দেশে বাতিল জামিন, জেলের কুঠুরিতেই ফিরলেন মন্ত্রীপুত্র

Lakhimpur Kheri Case: গত সপ্তাহের সোমবার অর্থাৎ ১৮ এপ্রিল, লখিমপুর খেরি কাণ্ডের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে ঘটনায় প্রধান অভিযুক্ত আশিস মিশ্রের জামিন বাতিলের নির্দেশ দেওয়া হয়।

Asish Mishra Surrender: 'সুপ্রিম' নির্দেশে বাতিল জামিন, জেলের কুঠুরিতেই ফিরলেন মন্ত্রীপুত্র
আত্মসমর্পণ করলেন আশিস মিশ্র।
| Edited By: | Updated on: Apr 25, 2022 | 11:18 AM
Share

লখনউ: সুপ্রিম কোর্ট (Supreme Court) বাতিল করেছে জামিন (Bail), তাই জেলেই ফিরতে হল লখিমপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত আশিস মিশ্রকে (Asish Mishra)। রবিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ম্যাজিস্ট্রেটের সামনে আত্মসমর্পণ করেন। তাঁকে আপাতত লখিমপুর খেরি(Lakhimpur Kheri)-র জেলা সংশোধনাগারেই রাখা হয়েছে। লখিমপুর খেরির ঘটনায় দেশজুড়ে উত্তেজনা ছড়ানোয় সংশোধনাগারে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

গত সপ্তাহের সোমবার অর্থাৎ ১৮ এপ্রিল, লখিমপুর খেরি কাণ্ডের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে ঘটনায় প্রধান অভিযুক্ত আশিস মিশ্রের জামিন বাতিলের নির্দেশ দেওয়া হয়। এলাহাবাদ হাইকোর্টের জামিনের রায় নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের তরফে জানানো হয় যে, এক্তিয়ারের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লখিমপুরের ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকেও আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। এরপরই জামিন বাতিলের নির্দেশ দিয়ে এক সপ্তাহের মধ্যে আশিস মিশ্রকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই মেয়াদ সম্পূর্ণ হতেই রবিবার লখিমপুরেই ম্য়াজিস্ট্রেটের সামনে আত্মসমর্পণ করেন মন্ত্রীপুত্র। জেল আধিকারিকদের তথ্য অনুযায়ী, গতকাল দুপুর ৩টে ২৫ মিনিট নাগাদ লখিমপুর খেরি জেলা সংশোধনাগারে পৌঁছন। জেলের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

কী ঘটেছিল লখিমপুরে?

২০২১ সালের ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুরে কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্র ও উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যের বিরুদ্ধে পথ আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকেরা। বিক্ষোভ চলাকালীনই একটি কালো এসইউভি গাড়ি দ্রুতগতিতে এসে বিক্ষোভকারীদের চাপা দেয়। ঘটনায় চারজন কৃষকের মৃত্যু হয়। এরপরে বিক্ষোভকারীদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে তিন বিজেপি সমর্থক ও এক সাংবাদিকের মৃত্যু হয়।

অভিযোগ ওঠে, ঘটনার দিন ওই ঘাতক গাড়িতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। প্রথম থেকেই কেন্দ্রীয় মন্ত্রী যাবতীয় অভিযোগ অস্বীকার করলেও, আদালতে পেশ করা তথ্য প্রমাণ অন্য কথাই বলেছে। লখিমপুরের ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড় হওয়ায় এবং সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার পরই ২০২১ সালের ৯ অক্টোবর আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে জামিন দেয় এলাহাবাদ হাইকোর্ট। তবে সেই রায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলে গত সপ্তাহেই শীর্ষ আদালতের তরফে আশিস মিশ্রের জামিন বাতিল করে দেওয়া হয়।

আরও পড়ুন: India Weather Update: কাঠফাঁটা গরমে মিলছে না স্বস্তি, কবে থেকে নিম্নচাপ তৈরি হবে, জানাল হাওয়া অফিস