Duologue NXT: ভয়কে শক্তিতে পরিণত করেছেন, আজ ‘ডুয়োলগ NXT’-এ নিজের লড়াইয়ের কথা বলবেন শালিনী পাসি
Shalini Passi in Conversation with Barun Das: নিজের ভূমিকাকে কখনও সেলিব্রিটি হিসেবে দেখেননি শালিনী পাসি। একজন মা, নাগরিক এবং একজন শিল্পী হিসেবে দেখেন, যিনি নিজের মূল্যবোধকে আঁকড়ে ধরে রাখেন। সিনেমা জগতে তিনি ছাপ রাখতে চান। তবে খ্যাতির পিছনে ছুটতে নয়, নিজের নীতির সঙ্গে আপোস না করেই সিনেমায় কাজ করতে চান।

নয়ডা: ভয়কে তিনি শক্তিতে পরিণত করেছেন। তাঁর কাছে সবচেয়ে বড় শিক্ষক কৌতূহল। সেই উদ্যোগপতি, সমাজসেবী শালিনী পাসি আজ টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের ‘ডুয়োলগ NXT’ শোতে আলাপচারিতায় অংশ নিচ্ছেন। আজ (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় পুরো এপিসোডটি দেখতে পাবেন।
শালিনী পাসির স্বামী সঞ্জয় পাসি দেশের অন্যতম শিল্পপতি। তবে নিজের পরিচয় নিজেই তৈরি করেছেন শালিনী। উদ্যোগপতি, সমাজসেবীর পাশাপাশি নেটফ্লিক্সে ‘ফ্যাবিউলাস লাইভস ভার্সাস বলিউড ওয়াইভস’ সিরিজে অংশ নিয়ে পরিচিত হয়ে ওঠেন তিনি। অথচ একসময় ক্যামেরার মুখোমুখি হতে ভয় পেতেন। তাঁর সম্পর্কে বলতে গিয়ে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস বলেন, “নিজের পদবীর জন্য তিনি শক্তিশালী নন, তিনি শক্তিশালী লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করতে পারার জন্য।”
নিজের ভূমিকাকে কখনও সেলিব্রিটি হিসেবে দেখেননি শালিনী। একজন মা, নাগরিক এবং একজন শিল্পী হিসেবে দেখেন, যিনি নিজের মূল্যবোধকে আঁকড়ে ধরে রাখেন। সিনেমা জগতে তিনি ছাপ রাখতে চান। তবে খ্যাতির পিছনে ছুটতে নয়, নিজের নীতির সঙ্গে আপোস না করেই সিনেমায় কাজ করতে চান। একইসঙ্গে তিনি বলেন, “৯টা থেকে ৫টা ট্রেনিং নেওয়ার বিলাসিতা কখনও দেখাতে পারিনি। রাতে পড়াশোনা করে সন্তানকে মানুষ করেছি। আমার কাছে সবচেয়ে বড় শিক্ষক কৌতূহল।”
সচেতনভাবে ‘ডুয়োলগ NXT’ শোতে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মহিলাদের কাছে আইকন হওয়ার চেষ্টা করেননি। বললেন, “আমার জীবনকে আমি সেইভাবেই নিয়ে যেতে চেয়েছি, যা আমাকে পরিতৃপ্ত করবে। কিন্তু, এখন যখন দেখি যে এটা অনেককে অনুপ্রাণিত করে, তখন তা বহন করে নিয়ে যাওয়া আমার দায়িত্ব।”
শালিনী পাসির সঙ্গে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র ‘ডুয়োলগ NXT’-র এই পুরো এপিসোডটি আজ (৩ অক্টোবর) শুধুমাত্র নিউজ৯-এ রাত সাড়ে দশটায় দেখুন। ইউটিউব চ্যানেল @Duologuewithbarundas এবং নিউজ৯ প্লাস অ্যাপে দেখতে পাবেন। এই এপিসোড নিশ্চিতভাবে দর্শকদের অনুপ্রাণিত করবে।
