Lok Sabha on Justice Varma: গৃহীত প্রস্তাব! বিচারপতি ভর্মার বিরুদ্ধে তদন্ত প্যানেল গড়লেন ওম বিড়লা
Lok Sabha on Justice Varma: এদিন তিনি বলেন, "শাসক-বিরোধী সাংসদ মিলিয়ে মোট ১৪৬ জন লোকসভা সদস্য এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে স্বাক্ষর করেছেন। সেই প্রস্তাব ইতিমধ্যেই গৃহিত হয়েছে।"

নয়াদিল্লি: জগদীপ ধনখড় ইস্তফা দেওয়ার আগে রাজ্যসভায় বিতর্কিত বিচারপতি যশবন্ত ভর্মার বিরুদ্ধে বিরোধী সাংসদদের দেওয়া ইমপিচমেন্ট বা বরখাস্ত প্রস্তাব গ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁর পদত্যাগের জেরে গোটা ব্যাপারটাই ওলটপালট হয়ে যায়।
ওই সময়কালেই ইমপিচমেন্ট প্রস্তাব জমা পড়েছিল লোকসভাতেও। জানা গিয়েছিল, প্রায় ১০০ জন সাংসদ সেই প্রস্তাবে স্বাক্ষর করে অধ্য়ক্ষ ওম বিড়লার কাছে জমা দিয়েছেন। প্রস্তাব গৃহিত হলে তদন্ত কমিটি তৈরি হবে। মঙ্গলবার তেমনটাই হল। নগদকাণ্ডে বিচারপতি ভর্মার বিরুদ্ধে জমা পড়া ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণ করলেন অধ্যক্ষ।
এদিন তিনি বলেন, “শাসক-বিরোধী সাংসদ মিলিয়ে মোট ১৪৬ জন লোকসভা সদস্য এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে স্বাক্ষর করেছেন। সেই প্রস্তাব ইতিমধ্যেই গৃহিত হয়েছে।” পাশাপাশি, নগদকাণ্ডে জড়ানো বিচারপতির বিরুদ্ধে তদন্তের জন্য তিন সদস্য প্যানেল তৈরির কথা ঘোষণা করেছেন অধ্যক্ষ।
সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, বিচারপতি মনিন্দর মোহন ও মাদ্রাস হাইকোর্টের প্রধান বিচারপতি বিভি আচার্যকে নিয়ে তদন্ত প্যানেলটি গঠন করা হয়েছে। যারা মূলত নগদকাণ্ডে জড়ানো এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবেন এবং সেই সাপেক্ষে লোকসভার স্পিকারের কাছে একটি রিপোর্ট জমা দেবেন। যার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে সংসদ।
#WATCH | Lok Sabha Speaker Om Birla accepts motion signed by 146 MPs for impeachment of Justice Yashwant Verma. Speaker Om Birla announces a 3-member panel to probe allegations against High Court judge Justice Yashwant Varma.
(Source: Sansad TV) pic.twitter.com/bGksFq2Kkq
— ANI (@ANI) August 12, 2025
আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংবিধানের ধারা ১২৪ (৪)-এর ভিত্তিতে কোনও বিচারপতির বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার ক্ষমতা পেয়ে থাকেন জনপ্রতিনিধিরা। সেই ক্ষমতা বলেই তারা ওই সংশ্লিষ্ট প্রস্তাব অধ্যক্ষের কাছে জমা দেন। তারপর তদন্ত প্রক্রিয়া মাধ্যমে সর্বজনগ্রাহ্য সিদ্ধান্ত নেওয়া হয়।

