5 Years Old Child: পাঁচ বছরের মেয়ের সঙ্গে মদ্যপ বাবা যা করলেন, শিউরে উঠবে যে কেউ…
Madhya Pradesh: মনোজ নিয়মিত নেশা করেন। আর নেশা করলে তাঁর মাথার ঠিক থাকে না। এই নিয়ে গত সপ্তাহে স্ত্রী সীতার সঙ্গে তুমুল ঝগড়া হয়।
ভোপাল: মদ্যপ স্বামী নিয়মিত স্ত্রীকে মারধর করেন। ছোট্ট মেয়েটা চোখের সামনে মাকে এভাবে মার খেতে দেখে কাঁদে। ভয় পেয়ে যায় ও। সপ্তাহখানেক আগে স্বামী-স্ত্রীর বচসা চরমে ওঠে। এরপরই পাঁচ বছরের মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যান সীতা যাদব নামে ওই মহিলা। সীতাকে ফেরাতে চাইলে ফিরতে চাননি তিনি। অভিযোগ, এরপরই স্ত্রীর উপর রাগে ছোট্ট মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারেন বাবা। বাবা মনোজ যাদবকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। মধ্য প্রদেশের (Madhya Pradesh) শিবপুরীর বরোদির ঘটনা।
মনোজ নিয়মিত নেশা করেন। আর নেশা করলে তাঁর মাথার ঠিক থাকে না। এই নিয়ে গত সপ্তাহে স্ত্রী সীতার সঙ্গে তুমুল ঝগড়া হয়। এরপরই মেয়ে নয়নাকে নিয়ে সীতা বাপের বাড়ি চলে যান। গত ৫ জুলাই শ্বশুরবাড়িতে হাজির হন মনোজ। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চান তিনি। সীতা তাতে রাজি না হওয়ায় মাথায় রক্ত চড়ে যায় মনোজের। বিকেল তখন প্রায় সাড়ে ৫টা। হঠাৎই পেট্রোলের পাত্র নিয়ে মেয়ে নয়নার দিকে ধেয়ে আসেন বাবা।
অভিযোগ, সীতা কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট মেয়ে নয়নার গায়ে পেট্রোল ঢেলে দেন মনোজ। এরপরই আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ। ছোট্ট মেয়ে চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে। কান্নায় কপাল চাপড়াতে থাকেন মা। চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। কিন্তু ততক্ষণে বিপদসীমা পার করে গিয়েছে। প্রাথমিকভাবে আশেপাশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সূত্রে অনেকটাই পুড়ে গিয়েছিল নয়নার শরীরের।
সঙ্গে সঙ্গে ছোট্ট নয়নাকে শিবপুরীর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে ডাক্তাররা গোয়ালিয়রের কোটওয়ালির হাসপাতালে স্থানান্তরিত করেন। কয়েক ঘণ্টা পরই সেখানে মৃত্যু হয় ছোট্ট মেয়েটির। প্রথমে খুনের চেষ্টার অভিযোগে মনোজকে গ্রেফতার করা হলেও পরে তাঁর গ্রেফতারির মামলা ৩০২ ধারা অর্থাৎ খুনের মামলার ধারা যুক্ত হয়।