Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Urination Incident: প্রস্রাব কাণ্ডে লাঞ্ছিত আদিবাসীর পা ধুইয়ে দিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী, চাইলেন ক্ষমা

Shivraj Singh Chouhan: মধ্য প্রদেশের ওই আদিবাসী ব্যক্তির নাম দেশমত রাওয়াত। ৩৬ বছরের ওই ব্যক্তি কারৌন্দির বাসিন্দা। তাঁর গায়েই প্রস্রাব করেছিলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দেশমতের সঙ্গে দেখা করেন শিবরাজ।

Urination Incident: প্রস্রাব কাণ্ডে লাঞ্ছিত আদিবাসীর পা ধুইয়ে দিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী, চাইলেন ক্ষমা
আদিবাসী ব্যক্তির পা ধুইয়ে দিচ্ছেন শিবরাজ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 12:37 PM

ভোপাল: সিগারেটে সুখটান দিচ্ছেন এবং এক আদিবাসী ব্যক্তির উপর প্রস্রাব করছেন। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। এর পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সম্পত্তিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওই আদিবাসী ব্যক্তির পা ধুইয়ে দিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান। গোটা ঘটনার জন্য তাঁর কাছে ক্ষমাও চাইলেন। সেই সঙ্গে লাঞ্ছিত ওই আদিবাসী ব্যক্তিকে দিলেন নিজের বন্ধুর মর্যাদা। ওই ঘটনার ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন শিবরাজ।

মধ্য প্রদেশের ওই আদিবাসী ব্যক্তির নাম দেশমত রাওয়াত। ৩৬ বছরের ওই ব্যক্তি কারৌন্দির বাসিন্দা। তাঁর গায়েই প্রস্রাব করেছিলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দেশমতের সঙ্গে দেখা করেন শিবরাজ। পা ধুইয়ে দেওয়ার পাশাপাশি দেশমত কী কাজ করেন, কী ভাবে তাঁর সংসার চলে, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তিনি পেয়েছেন কি না, এ সব জিজ্ঞাসা করেন শিবরাজ। এর পর কৃষ্ণ ও সুদামার বন্ধুত্বের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, “দেশমত, এখন থেকে তুমি আমার বন্ধু।” পা ধুইয়ে দেওয়ার ছবি শেয়ার করে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান বলেছেন, “দেশমতজি, এটা আপনার ব্যথা ভাগ করে নেওয়ার চেষ্টা মাত্র। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কাছে জনগণ ভগবান।”

দেশমতের গায়ে প্রস্রাব করায় অভিযুক্ত ব্যক্তির নাম প্রবেশ শুক্লা। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে গ্রেফতার হয়েছেন তিনি। পাশাপাশি শুক্লার সম্পত্তিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।