AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maharashtra Civic Election: ভোট হলই না, তার আগেই ৬৮ আসনে জিতে গেল বিজেপির জোট!

BJP-Mahayuti Alliance: এই ফলাফল নিয়ে উদ্ধব ঠাকরের শিবসেনা অভিযোগ করেছে যে ইডি, সিবিআইয়ের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, নয়তো ঘুষ দিয়ে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে। এভাবে জয় কেনার চেষ্টা করছে, আর নির্বাচন কমিশন চুপ করে রয়েছে। 

Maharashtra Civic Election: ভোট হলই না, তার আগেই ৬৮ আসনে জিতে গেল বিজেপির জোট!
ফাইল চিত্র।Image Credit: Manoj Dhaka/HT via Getty Images
| Updated on: Jan 03, 2026 | 12:28 PM
Share

মুম্বই: ভোট হলই না, তার আগেই বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট জিতে গেল নির্বাচনের একটা বড় সংখ্যক আসন। নতুন বছরের শুরুতেই সকলের নজর মহারাষ্ট্র পুরসভা নির্বাচন (Maharashtra Civic Elections 2026)। আগামী ১৫ জানুয়ারি নির্বাচন, তার আগেই মহাযুতি জোটের ৬৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন।

শুক্রবারই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন ছিল। শেষ মুহূর্তে অনেক বিরোধী প্রার্থীই মনোনয়ন তুলে নেন। আর তাতেই জয়ের রাস্তা সাফ হয়ে যায় বিজেপি-শিবসেনা জোটের। যে ৬৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে মহাযুতি, তার মধ্যে ৪৪টি আসন গিয়েছে বিজেপির ঝুলিতে। থানের কল্যাণ-ডোম্বিভালি, পুণে, পিম্পরি চিঞ্চওয়াদ, পানভেল, ধুলে, জলগাঁও, ভিওয়ান্ডি ও অহল্যানগর থেকে জিতেছে বিজেপি। অজিত পওয়ারের এনসিপি দুটি আসনে জয়ী হবে।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুরলীধর মহল এই জয় নিয়ে উচ্ছ্বসিত। পুণে থেকেই পরবর্তী মেয়র হবেন, এই আশা প্রকাশ করে বলেন, “আমাদের ১২৫টি সিটের টার্গেট রয়েছে। দুটি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছি। আর ১২৩টি আসন বাকি।”

এই জয়ের কৃতিত্ব অনেকেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের জনপ্রিয়তা এবং রাজ্য সভাপতি রবীন্দ্র চভনের নির্বাচনী পরিকল্পনাকে দিয়েছেন। কর্মী-সমর্থকদের দাবি, এই দুইজন মহারাষ্ট্রে বিজেপির খুঁটি মজবুত করেছে।

এদিকে, এই ফলাফল নিয়ে উদ্ধব ঠাকরের শিবসেনা অভিযোগ করেছে যে ইডি, সিবিআইয়ের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, নয়তো ঘুষ দিয়ে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে। এভাবে জয় কেনার চেষ্টা করছে, আর নির্বাচন কমিশন চুপ করে রয়েছে।