West Bengal News Today Live: সাদা চিরকুটে লেখা জনতার প্রশ্ন, মঞ্চে দাঁড়িয়ে একে একে উত্তর দিচ্ছেন অভিষেক
Breaking News in Bengali Live Updates: শনিবার আলিপুরদুয়ারে সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা নন্দীগ্রামে। এছাড়াও রাজ্যে দিনভর ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পান টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES
-
মঞ্চ থেকে প্রশ্নের উত্তর দিচ্ছেন অভিষেক
- চা বাগানের কর্মী থেকে পরিযায়ী শ্রমিকের স্ত্রী, একাধিক প্রশ্ন জমা পড়েছিল অভিষেকের মঞ্চ।
- একে একে সেই সবের প্রশ্নের উত্তর দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
- হাসপাতাল নেই, ডাক্তার নেই, অ্যাম্বুল্যান্স নেই, এমনই অভিযোগ আসে একটি চিরকুটে। অভিষেক জানান, তিনি এ ব্যাপারে কথা বলেছেন, এই প্রশ্ন পাওয়ার পর আবারও সচেষ্ট হবেন।
-
সেনার মায়ের নাম মৃত ভোটারের তালিকায়
দীর্ঘদিন দেশের জন্য কাজ করেছেন। অথচ সেই জওয়ানেরই মায়ের নাম ঠাঁই পেল না এসআইআর-এ (SIR) । জীবিত থাকা অবস্থায় মৃত ভোটারের তালিকায় নাম উঠল মায়া দাসের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার দু নম্বর ওয়ার্ড।
বিস্তারিত পড়ুন: Voter Card: ছেলে রয়েছেন এয়ারফোর্সে, জীবিত অবস্থাতেও তাঁরই মায়ের ঠাঁই হল মৃতের তালিকায়
-
-
আলিপুরদুয়ারকে পাঁচে পাঁচ করতে হবে: অভিষেক
- আলিপুরদুয়ারের মানুষকে বলতে হবে, আমরা কাগজ দেখব, দেখাব না: অভিষেক।
- কারও উপর আক্রমণ করা আমার ধর্ম শেখায় না: অভিষেক।
- বিজেপি শুধু ভোট চাইছে না। ভোটও দিতে হবে, আবার ওদের কথাও শুনতে হবে: অভিষেক।
- আলিপুরদুয়ারকে পাঁচে পাঁচ করতে হবে। নির্বাচনে প্রতিদান দিতে হবে। আলিপুরদুয়ার থেকে বিজেপিকে আনম্যাপ করে দেখাতে হবে : অভিষেক।
- কোচবিহারে বিজেপির নেত্রী দিপা চক্রবর্তী বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে তারা জিতলে। আজ পর্যন্ত দীপা চক্রবর্তীকে নিয়ে কোনও পদক্ষেপ করেনি বিজেপি: অভিষেক।
- এবার আলিপুরদুয়ার ৫০ শতাংশ আসনে জিতেছে তৃণমূল বুথে । আগামীতে ১০০ শতাংশ বুথে যেটাতে হবে: অভিষেক।
-
বিজেপির সাংসদ আর সাপের মধ্যে কোনও তফাৎ নেই: অভিষেক
বিজেপির সাংসদ আর সাপের মধ্যে কোনও তফাৎ নেই। যতই দুধ খাওয়ান, সাপ সুযোগ পেলে আপনাকেই কাটবে। এবার আর কোনও সাপকে জায়গা দেবেন না: অভিষেক।
এবার তৃণমূলকে জেতান। যদি দেখেন জিতিয়ে কোনও লাভ হচ্ছে না, তাহলে পরেরবার সরিয়ে দেবেন: অভিষেক।
বিজেপির ভয়ঙ্কর জেদ আছে, আমার জেদ তার থেকেও বেশি। ওদের শিক্ষা দেওয়ার সময় এসে গিয়েছে: অভিষেক।
বিজেপির লোকেরা বাড়িতে আসবে। ওদের বলবেন , ভোট এবার ওদের দেবেন। কিন্তু ভোটার দিন উল্টো করে দেবেন। ওরা ভাববে ম্যাজিক কী করে হল! জ্ঞানেশ কুমার যদি ভূত বানাতে পারে আপনারাও পারবেন জবাব দিতে: অভিষেক।
-
‘হেরে যাওয়া’ আলিপুরদুয়ারে কী বললেন অভিষেক
- আলিপুরদুয়ারে সব আসনে হেরে গিয়েছে তৃণমূল। তারপরও কেউ লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হয়নি: অভিষেক।
- বিজেপির নেতারা প্রকাশ্যে বলে, আমরা টাকা বন্ধ করে দেব। আপনাদের কি মনে হয়, কেন্দ্র টাকা দিলে তবে জমির পাট্টা পাবে? তবে জল দেবে? আমরা মিথ্যা কথা বলি না, কথা দিলে কথা রাখি: অভিষেক।
- এসআইআরের নামে মানুষকে হয়রান করা হয়েছে। বিজেপির মতো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না তৃণমূল: অভিষেক।
- মোদী এসে চা বাগান অধিগ্রহণ করে নেবার কথা বলেছিলেন। নোটিফিকেশন করেই পরে বাতিল করে দিয়েছে: অভিষেক।
- চা বাগানের শ্রমিকের EPF কেনো পাচ্ছেন না ? মনোজ তিগ্গা কি কিছু করেছেন? : অভিষেক।
-
-
নিজের গড়ে সভা শুভেন্দুর
- ভোটের মুখে এবার নিজের গড়েই সভা শুভেন্দু অধিকারীর।
- দাউদপুরের ভাটপুকুরে আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতি আয়োজিত সর্বজনীন মহাপ্রভু মহোৎসবে যোগ দেন তিনি।
- জনসংযোগের হাতিয়ার হিসেবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে বেছে নিয়ে বক্তব্য পেশ করেন শুভেন্দু।
-
সন্দেশখালির ন্যাজাটে পুলিশের গাড়িতে হামলা, আহত ৩ পুলিশকর্মী

- ফের খবরের শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। এবার সন্দেশখালির ন্যাজাটে পুলিশের গাড়িতে হামলা চালানো হল। আহত হয়েছেন তিন পুলিশকর্মী।
- জমি সংক্রান্ত গন্ডগোলের খবর পেয়ে পুলিশ গেলে দুষ্কৃতীরা হামলা চালায়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
- এই ঘটনার পর অতিরিক্ত পুলিশবাহিনী ওই এলাকায় পৌঁছয়। বেশ কয়েকজন গ্রামবাসীকে আটক করে ন্যাজাট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
-
-
জোড়া সভা শুভেন্দুর, নন্দীগ্রাম থেকে কী বার্তা দেবেন?
- গতকাল মালদহের চাঁচলে পরিবর্তন সংকল্প যাত্রা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শনিবার তাঁর জোড়া সভা রয়েছে।
- শনিবার প্রথমে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু। সেখান থেকে কী বার্তা দেন, তা দেখার।
- উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বিকেল ৪টায় সভা রয়েছে শুভেন্দুর।
-
বিজেপির ‘গড়’ আলিপুরদুয়ার থেকে কী বার্তা দেবেন অভিষেক?
- শুক্রবার থেকে ভোট ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বারুইপুরে সভা করেন তিনি। আর এদিন (শনিবার) আলিপুরদুয়ারে সভা রয়েছে তাঁর।
- তৃণমূলের চা-বাগানের সংগঠনকে শক্তিশালী করতে নতুন বছরের শুরুতে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা-বাগানে জনসভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।
- অভিষেকের সভা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞা বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার আলিপুরদুয়ারে আসবেন, ততবার চা- বাগান বন্ধ হবে।”
- বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞাকে পাল্টা আক্রমণ করেছে জেলা তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা মৃদুল গোস্বামী বলেন, “অভিষেকের আসার খবরে ভয় পেয়েছে বিজেপি।”
কলকাতা: একদিকে এসআইআর প্রক্রিয়া। অন্যদিকে, ভোটের আবহ। রাজনীতির পারদ ক্রমশ চড়ছে ভোটমুখী বাংলায়। হিয়ারিংয়ে ভোটারদের হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। জবাব দিচ্ছে গেরুয়া শিবিরও। অন্যদিকে, আসন্ন নির্বাচনে কারা কত আসন পাবে, তা নিয়েও তৃণমূল ও বিজেপি নিজেদের সংখ্যা বলছে। রীতিমতো ভোট ময়দানে নেমে পড়েছেন নেতা-নেত্রীরা। শনিবার আলিপুরদুয়ারে সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা নন্দীগ্রামে। দিনভর রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূ্র্তের খবর পান টিভি৯ বাংলায়।
Published On - Jan 03,2026 10:42 AM
