PM Modi: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জানুয়ারিতেই জোড়া সভা মোদীর
PM Modi rally: ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও বাংলায় রাজনীতির পারদ চড়ছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের পাশাপাশি বিজেপিকে নিশানা করছে তৃণমূল। রাজ্যের শাসকদলের দাবি, এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন, ব্যালট বক্সে তাঁর জবাব দেবেন ভোটাররা। অন্যদিকে, বিজেপির দাবি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতেই এসআইআর প্রক্রিয়া হচ্ছে। তাই ভয় পাচ্ছে তৃণমূল। রাজনৈতিক এই চাপানউতোরের মধ্যে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতা: এসআইআর প্রক্রিয়ার মাঝেই ফের ভোটমুখী বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির মাঝামাঝি ২ দিনের সফরে বাংলায় আসছেন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জোড়া সভা করার কথা তাঁর। আগামী ১৭ জানুয়ারি উত্তর মালদহে তিনি সভা করবেন। পরদিনই দক্ষিণবঙ্গে সভা তাঁর। আগামী ১৮ জানুয়ারি হাওড়ায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী।
গত ২০ ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে সভার জন্য বাংলায় এসেছিলেন মোদী। কিন্তু, দৃশ্যমানতা কম থাকায় তাঁর হেলিকপ্টার তাহেরপুরে নামতে পারেনি। হেলিকপ্টার ফিরে আসে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকেই ভার্চুয়ালি বিজেপি কর্মী-সমর্থকদের বার্তা দেন প্রধানমন্ত্রী। তৃণমূলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হন। তেমনই রাজ্যে পরিবর্তনের ডাক দেন।
ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও বাংলায় রাজনীতির পারদ চড়ছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের পাশাপাশি বিজেপিকে নিশানা করছে তৃণমূল। রাজ্যের শাসকদলের দাবি, এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন, ব্যালট বক্সে তাঁর জবাব দেবেন ভোটাররা। অন্যদিকে, বিজেপির দাবি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতেই এসআইআর প্রক্রিয়া হচ্ছে। তাই ভয় পাচ্ছে তৃণমূল।
রাজনৈতিক এই চাপানউতোরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর তিনদিনের সফরে রাজ্যে এসেছিলেন মোদীর ডেপুটি অমিত শাহ। আর বাংলায় এসে তিনি দাবি করেন, এবার পরিবর্তন সুনিশ্চিত। বিজেপি দুই-তৃতীয়াংশ আসন পাবে বলেও মন্তব্য করেন শাহ। আবার গতকাল মালদহের চাঁচলের সভা থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সনাতনী হিন্দুরা একজোট হলে ২২০ আসন পাবে বিজেপি।
শাহ-সহ বঙ্গ বিজেপির নেতারা যখন রাজ্যে পরিবর্তন সুনিশ্চিত বলছেন, তখন পরপর ২ দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করতে চলেছেন মোদী। নতুন বছরে জোড়া সভা করতে এসে মোদী কী বার্তা দেন, সেটাই দেখার।
