Gold Price Hike: জানুয়ারি পড়তেই ফের চমক সোনার দামে! বিয়ের মরশুমে গহনা কিনতে কত খরচ পড়বে?
Gold & Silver Rate in Kolkata on 3 January 2026: বছরের প্রথমদিন থেকেই চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। আর রুপো? সে তো সোনাকেও হারিয়ে দেবে দামে। দুই ধাতুরই দাম বাড়ায় চিন্তায় ব্যবসায়ীরা। বিয়ের মরশুমেও ফাঁকা সোনার দোকান, কারণ মধ্যবিত্তের বাজেটে টান পড়ছে ক্রমাগত বৃদ্ধি পাওয়া সোনার দামে।

কলকাতা: বছরের শুরুটা ভাল হলেও, সোনার ব্যবসায়ীদের জন্য খুব একটা ভাল নয়। বছরের প্রথমদিন থেকেই চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। আর রুপো? সে তো সোনাকেও হারিয়ে দেবে দামে। দুই ধাতুরই দাম বাড়ায় চিন্তায় ব্যবসায়ীরা। বিয়ের মরশুমেও ফাঁকা সোনার দোকান, কারণ মধ্যবিত্তের বাজেটে টান পড়ছে ক্রমাগত বৃদ্ধি পাওয়া সোনার দামে। আজ, ৩ জানুয়ারি কলকাতায় সোনা-রুপোর দাম কত, জেনে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, শনিবার ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ৬২১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ২১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ লক্ষ ৬২ হাজার ১০০ টাকা। একদিনেই ১০০ টাকা দাম বেড়েছে।
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ হাজার ৪৮৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৮৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১২ লক্ষ ৪৮ হাজার ৬০০ টাকা। একদিনেই ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
১৮ ক্যারেট সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ২১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২ হাজার ১৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১০ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
রুপোর দাম-
সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ২৪ হাজার ২১০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ২ লক্ষ ৪২ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে রুপোর দাম।
