Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শেষ হাসি হাসলেন দেবেন্দ্র ফড়ণবীসই, মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন বৃহস্পতিবার

Maharashtra: কাটল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাসপেন্স। মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীস। আগামিকাল বিকেল ৫টায় তিনি শপথ গ্রহণ করবেন। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে ও অজিত পওয়ার।

শেষ হাসি হাসলেন দেবেন্দ্র ফড়ণবীসই, মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন বৃহস্পতিবার
মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়ণবীস ।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 04, 2024 | 12:56 PM

মুম্বই: যাবতীয় জল্পনার অবসান হল অবশেষে। কাটল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাসপেন্স। মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis)। আগামিকাল, বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ নেবেন তিনি। আজ বিজেপির তরফে ফড়ণবীসের নাম চূড়ান্ত করা হয় মুখ্যমন্ত্রী হিসাবে।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই জল্পনা চলছিল মুখ্যমন্ত্রী পদ ঘিরে। মহাযুতির তিন শরিক, বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস, শিবসেনার একনাথ শিন্ডে ও এনসিপির অজিত পওয়ার সকলেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার বলে শোনা যায়। অজিত পওয়ার আগেই লড়াই থেকে সরে গেলেও, জমি ছাড়ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শেষ পর্যন্ত হার মানতেই হল তাঁকে। মুখ্যমন্ত্রী পদ গেল ফড়ণবীসের ঝুলিতেই।

জানা গিয়েছে, এ দিনের বিজেপির বৈঠকে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী দেবেন্দ্র ফড়ণবীসের নাম সুপারিশ করেন। বিজেপির নেতারা সকলেই এই প্রস্তাবে সম্মতি জানান।

সূত্রের খবর, আজই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে ফোন করে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার কথা জানাবেন। আগামিকাল বিকেল ৫টায় তিনি শপথ গ্রহণ করবেন। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে ও অজিত পওয়ার।

তবে মন্ত্রিসভার গঠন নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ৫ বিধায়ক পিছু একজন মন্ত্রী- এই ফর্মুলায় সাজানো হতে পারে মহারাষ্ট্রের মন্ত্রিসভা।  নতুন সরকারে বিজেপি থেকে ২০ জন মন্ত্রী থাকতে পারে। শিবসেনার ১৩ জন এবং অজিত পওয়ারের দলের ৯ জন বিধায়ককে মন্ত্রীপদ দেওয়া হতে পারে।