AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Woman Assault’s Video: এ কোন রাজধানী! ভর সন্ধ্যায় যুবতীকে কলার ধরে টেনে হেঁচড়ে ক্যাবে তুলছেন দুই যুবক

New Delhi: ক্যাব চালককেও ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। তবে মহিলা-সহ ক্যাবের তিন যাত্রীর খোঁজ চালাচ্ছে পুলিশ।

Woman Assault's Video: এ কোন রাজধানী! ভর সন্ধ্যায় যুবতীকে কলার ধরে টেনে হেঁচড়ে ক্যাবে তুলছেন দুই যুবক
যুবতীকে জোর করে তোলা হচ্ছে ক্যাবে।
| Edited By: | Updated on: Mar 19, 2023 | 2:47 PM
Share

নয়াদিল্লি: দিল্লির ব্যস্ত রাস্তায় এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠল তাঁর পরিচিতদের বিরুদ্ধেই। ওই মহিলাকে মারধর করে তাঁর জামার কলার চেপে ধরে জোর করে তাঁকে গাড়িতে ওঠানো হয়েছে। সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনা নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। রাজধানীতে মহিলাদের নিরাপত্তার বিষয়ে প্রশ্নও উঠছে। উত্তর পশ্চিম দিল্লির মঙ্গলপুরী এলাকায় শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যে অ্যাপ ক্যাবে জোর করে তোলা হয়েছিল সেই ক্যাবের সন্ধান ইতিমধ্যেই করেছে পুলিশ। ক্যাব চালককেও ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। তবে মহিলা-সহ ক্যাবের তিন যাত্রীর খোঁজ চালাচ্ছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় দিল্লির ব্যস্ত রাস্তা। রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। গাড়ির বাইরে দেখা যাচ্ছে দুই যুবক ও এক যুবতী। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই যুবতীকে এক বাড়ি মারলেন এক যুবক। তার পর যুবতীর কলার চেপে ধরলেন এবং জোর করে গাড়িতে তোলার চেষ্টা করলেন। কিন্তু যুবতী কিছুতেই উঠতে চাইছেন না ওই গাড়িতে। কিন্তু যুবক জোর করে ঠেলে গাড়িতে তুললেন ওই যুবতীতে। এবং অপর দরজা দিয়ে গাড়িতে উঠলেন অপর এক যুবক। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তদন্তে নামে পুলিশ। দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার তদন্তের নির্দেশ দেয়।

এর পরই অ্যাব ক্যাবের খোঁজ শুরু করে পুলিশ। ওই ক্যাবের চালকের খোঁজ পায়। জানা গিয়েছে তাঁর বাড়ি গুরুগ্রামে। জানা গিয়েছে, রোহিণী থেকে বিকাসপুরী পর্যন্ত বুক করা হয়েছিল ক্যাবটি। পথমধ্যে মঙ্গলপুরীতে ঘটে এই ঘটনা। চালকের থেকে পুলিশ জেনেছে, যাওয়ার পথে মহিলার সঙ্গে ঝগড়া হয় ওই যুবকদের। এর পরই এই ঘটনা ঘটে। তবে ওই যুবক-যুবতীরা কোথায় নেমেছেন তা জানার চেষ্টা করছে পুলিশ। তাঁদের খোঁজও চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।