শৌচালয়ে লুকিয়ে মহিলা চিকিৎসকের ভিডিয়ো রেকর্ড, ফোন বেজে উঠতেই পর্দাফাঁস, তারপর…

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 21, 2024 | 1:22 PM

Government Hospital: ওই মহিলা চিকিৎসক শৌচাগারে গিয়েছিলেন। হঠাৎ তিনি মোবাইলের রিং টোনের শব্দ পান। চমকে ওঠেন তিনি। তাকিয়ে দেখেন, শৌচাগারের জানালা দিয়ে একটি ফোন ঢুকিয়ে কেউ দাঁড়িয়ে রয়েছে।

শৌচালয়ে লুকিয়ে মহিলা চিকিৎসকের ভিডিয়ো রেকর্ড, ফোন বেজে উঠতেই পর্দাফাঁস, তারপর...
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

নয়া দিল্লি: কর্মক্ষেত্রে সুরক্ষিত নন মহিলারা। প্রমাণ হল আরও একবার। সরকারি হাসপাতালেই মহিলা চিকিৎসকের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা। গোপনে বানানো হল তাঁর অশ্লীল ভিডিয়ো। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন ওই চিকিৎসক। এরপরই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রাজধানী দিল্লির বুকেই এমন ভয়ঙ্কর ঘটনা। বৃহস্পতিবার দিল্লির জাফরপুর কালানে অবস্থিত একটি সরকারি হাসপাতালে এক মহিলা চিকিৎসক-পড়ুয়ার সঙ্গে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই মহিলা চিকিৎসক শৌচাগারে গিয়েছিলেন। হঠাৎ তিনি মোবাইলের রিং টোনের শব্দ পান। চমকে ওঠেন তিনি। তাকিয়ে দেখেন, শৌচাগারের জানালা দিয়ে একটি ফোন ঢুকিয়ে কেউ দাঁড়িয়ে রয়েছে।

সঙ্গে সঙ্গে ওই মহিলা চিকিৎসক চিৎকার করে ওঠেন। হাসপাতালের কর্মীরা ছুটে আসে। জানা যায়, এক যুবক গোপনে মহিলাদের ভিডিয়ো রেকর্ড করছিলেন। জানাজানি হতেই অভিযুক্ত যুবককে খুঁজে বের করেন হাসপাতালের কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ এসে ওই যুবককে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল। ফরেন্সিক পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে। অন্যদিকে, মহিলা চিকিৎসকের বয়ানও রেকর্ড করা হচ্ছে।

Next Article