AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Flag: বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা, শ্রীঘরে প্রৌঢ়

পুলিশ গিয়ে ওই ব্যক্তির বাড়ির ছাদ থেকে পাকিস্তানের পতাকা সরিয়ে ফেলে। সেই পতাকা বাজেয়াপ্তও করেছে পুলিশ।

Pakistan Flag: বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা, শ্রীঘরে প্রৌঢ়
পাকিস্তানের পতাকা
| Edited By: | Updated on: Oct 28, 2022 | 6:30 AM
Share

রায়পুর: বাড়ির ছাদে পাকিস্তানের জাতীয় পতাকা লাগিয়ে রেখেছিলেন। স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের পাতাক লাগানোকে ভাল ভাবে দেখেননি এলাকার মানুষ। তাঁরা খবর দেন স্থানীয় প্রশাসনকে। এর পরই পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্ত ব্যক্তিকে। সম্প্রতি এ রকমই ঘটনা ঘটেছে ছত্তীসগঢ়ে।

ছত্তীসগঢ়ের সরণগড়-ভিলাইগড় জেলায় রয়েছে সারিয়া শহর। সেই শহরের অটল চকে থাকেন ৫২ বছরের এক ব্যক্তি। তাঁর নাম মুস্তাক খান। অটল চকে নিজের বাড়ির ছাদে টাঙিয়েছিলেন পাকিস্তানের পতাকা। তা নজরে আসতেই স্থানীয়রা খবর দিয়েছিলেন পুলিশকে। পুলিশ এসে দেখেন পতপত করে ওই ব্য়ক্তির বাড়ির ছাদে উড়ছে পতাকা। এর পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এক জন ফল বিক্রেতা।

পুলিশ গিয়ে ওই ব্যক্তির বাড়ির ছাদ থেকে পাকিস্তানের পতাকা সরিয়ে ফেলে। সেই পতাকা বাজেয়াপ্তও করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

ঘটনা কথা জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় কিছু বিজেপি নেতা ওই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহী আইনে মামলা করার দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়।