ফুল স্পিডে যাচ্ছে বাইক, আর সিটের উপর হাত ছেড়ে দাঁড়িয়ে যুবক! এরপর কী হল দেখুন ভিডিয়োয়
Viral Video: গঙ্গা ব্যারাজের উপরেই ভয়ঙ্কর স্টান্ট দেখাচ্ছিল যুবক। চলন্ত বাইকের উপরে দাঁড়িয়ে, দুই হত ছড়িয়ে টাইটানিকের পোজ দিচ্ছিলেন। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়।
কানপুর: সেতুর উপরে ছুটছে বাইক। তার উপরে দাঁড়িয়ে যুবক। দু’হাত ছড়িয়ে টাইটানিকের পোজ দিচ্ছেন। নিজেকে ডেয়ারডেভিল প্রমাণ করার হুজুগেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল পুলিশ। দায়ের হল এফআইআর।
শনিবারই কানপুর পুলিশের তরফে এক যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। গঙ্গা ব্যারাজের উপরেই ভয়ঙ্কর স্টান্ট দেখাচ্ছিল যুবক। চলন্ত বাইকের উপরে দাঁড়িয়ে, দুই হত ছড়িয়ে টাইটানিকের পোজ দিচ্ছিলেন। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়।
युवक के स्टंटबाजी का वीडियो, कानपुर के गंगा बैराज का बताया जा रहा है. #youth #bike #stunt #video #Kanpur #GangaBarrage pic.twitter.com/ZJMOEkRVBq
— Pradeep Sharma (प्रदीप शर्मा) (@PradeepSharma_9) June 8, 2024
কানপুর পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার মহেশ কুমার বলেন, “সোশ্যাল মিডিয়ায় এক যুবকের বাইকের স্টান্টের ভিডিয়ো ভাইরাল হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে এর প্রেক্ষিতে পদক্ষেপ করেছে। ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। নম্বর প্লেটের ডিটেইলস বের করে জানা গিয়েছে বাইকটি উন্নাও-তে রেজিস্টার। আমরা উন্নাও পুলিশকেও জানিয়েছি।”
উন্নাও পুলিশের তরফেও জানানো হয়েছে যে অভিযুক্ত যুবককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।