Crime News: প্রেমিকাকে ভয় দেখাতে গলায় দড়ি দেওয়ার ভান করছিলেন, রাগের বশে লাথি মারল প্রেমিকা, তারপর যা হল…
Murder Case: গত ২ মার্চও ওই ফ্ল্যাটে গিয়েছিলেন যুগল। সেখানে তাঁরা মদ্যপান করেন, এরপরে একে অপরের ঘনিষ্ঠ হন। কিন্তু কিছুক্ষণ পরই সামান্য় কোনও এক কারণে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
জামশেদপুর: কথা কাটাকাটি থেকে বচসা, সেখান থেকেই রাগের বশে প্রেমিকার জন্য আত্মহত্য়া করতে হবে বলেছিলেন প্রেমিক। কিন্তু সেই হুমকির ফল যে এত ভয়ঙ্কর হতে পারে, তা কল্পনাও করতে পারেননি যুবক। প্রেমিকাকে ভয় দেখানোর জন্য গলায় দড়ি দেওয়ার (Acting of Suicide) অভিনয় করছিলেন। এদিকে রাগের বশে প্রেমিকা চেয়ারে লাথি মারতেই সত্যি সত্যি গলায় ফাঁস লেগে গেল ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) জামশেদপুরে। অভিয়ুক্ত যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নামক সুবোধ পাণ্ডে। পেশায় তিনি একজন পুজারী। তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও সারদা তিওয়ারি নামক এক যুবতীর সঙ্গে বিগত এক বছর ধরে সম্পর্কে ছিলেন। তাঁরা পরসুদিহ এলাকায় একটি ফ্ল্যাটও ভাড়া নেন। নিয়মিত সেখানে তাদের আনাগোনা ছিল বলেই জানিয়েছেন প্রতিবেশীরা।
পুলিশের তরফে জানানো হয়েছে, গত ২ মার্চও ওই ফ্ল্যাটে গিয়েছিলেন যুগল। সেখানে তাঁরা মদ্যপান করেন, এরপরে একে অপরের ঘনিষ্ঠ হন। কিন্তু কিছুক্ষণ পরই সামান্য় কোনও এক কারণে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বচসার মাঝেই ওই ব্যক্তি এক টুকরো কাপড় নিয়ে ফ্যানের সঙ্গে ঝোলান এবং ফাঁস তৈরি করেন। চেয়ারের উপরে দাঁড়িয়ে তিনি যখন আত্মহত্যার ভয় দেখাচ্ছিলেন, সেই সময় ওই যুবতী রাগের বসে ওই চেয়ারেই লাথি মারেন। সঙ্গে সঙ্গে গলায় ফাঁস লেগে যায় ওই ব্যক্তির। দমবন্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হতেই সারদা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
এদিকে, দিন কয়েক ধরে বাবা বাড়ি না ফেরায় সুবোধ নামক ওই ব্যক্তির ছেলে পুলিশে সারদার নামে অভিযোগ জানান। পরে পুলিশ তদন্তে নেমে ওই ভাড়া নেওয়া ফ্ল্যাটে পৌঁছলে, সেখান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ৬ মার্চ দেহ উদ্ধারের পর পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করলেও, গভীরে তদন্ত শুরু করতেই সারদার ভূমিকা স্পষ্ট হয়। যুবতীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হলে সে ওই পুরোহিতের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন। তিনি জানান, সুবোধ তাঁর নামে থাকা জমি ও গহনা বিক্রি করে দিয়েছিল। কিন্তু সেই টাকা ফেরত চাইলেই তাঁকে মারধর করত সুবোধ। ঘটনার দিনও টাকাপয়সা নিয়ে বচসা হওয়ার কারণেই আত্নহত্য়ার ভয় দেখাচ্ছিলেন সুবোধ, কিন্তু সারদা লাথি মেরে পায়ের নীচ থেকে চেয়ার সরিয়ে দিতেই গলায় ফাঁস লেগে ওই ব্যক্তির মৃত্যু হয়।