করোনা কড়চা: ভ্যাকসিনের ২ ডোজ় নিয়েও আক্রান্ত মনমোহন সিং, কেমন আছেন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
কোভ্যাক্সিনের ২ ডোজ় নেওয়ার পরও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনা আক্রান্ত হন।
নয়া দিল্লি: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এইমসের ট্রমা সেন্টারে তাঁর চিকিৎসা চলছিল। তাঁর শারীরিক অবস্থা জানিয়ে একটি টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। টুইটে তিনি জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। হর্ষ বর্ধন এ-ও জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে যথাসম্ভব ভাল চিকিৎসা পরিষেবার মধ্যে রাখা হয়েছে।
Followed up on Dr Manmohan Singh Ji’s health with the medical team attending to him at AIIMS, Delhi. His condition is stable.
Best possible care is being provided to him. We all pray for his quick recovery.
— Dr Harsh Vardhan (@drharshvardhan) April 20, 2021
কোভ্যাক্সিনের ২ ডোজ় নেওয়ার পরও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনা আক্রান্ত হন। এরপর গতকাল বিকেল ৫টা নাগাদ ‘সতর্কতার জন্য’ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে মনমোহন সিং টিকা সংক্রান্ত পরামর্শ দিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রীকে ‘প্রথম সারির যোদ্ধা’ নির্ধারণের দায়িত্ব রাজ্যের হাতে ছাড়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। মনমোহন সিং আর্জি জানিয়েছিলেন, ৪৫ বছরের নীচে হলেও কাকে ভ্যাকসিন দেওয়া হবে, তা নির্ধারণের কাজ রাজ্য় সরকারকে দেওয়া হোক। এ ছাড়াও পর্যাপ্ত ভ্যাকসিন জোগানের পক্ষে সওয়ার করেছিলেন তিনি।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১,৭৬১ জন। যা সর্বকালীন রেকর্ড। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লক্ষেরও বেশি মানুষ। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৫৩০ জন। দেশে সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে লকডাউনের পথে হেঁটেছে দিল্লি। একাধিক রাজ্যে জারি নৈশ কার্ফু। উত্তর প্রদেশেরও ৫ শহরে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে কায়েম হয়েছে লকডাউন।
আরও পড়ুন: ১,৭৬১! একদিনে রেকর্ড মৃত্যু, করোনায় কাঁপছে গোটা দেশ