Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maoist: আইইডি বিস্ফোরণ করে পঞ্চায়েত অফিস উড়িয়ে দিল মাওবাদীরা

Jharkhand: বিস্ফোরণ ঘটিয়ে পঞ্চায়েত অফিস উড়িয়ে দিল মাওবাদীরা। সিংভূম জেলার কোলহান এলাকায়।

Maoist: আইইডি বিস্ফোরণ করে পঞ্চায়েত অফিস উড়িয়ে দিল মাওবাদীরা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2023 | 5:47 PM

সিংভূম: ফের মাওবাদী হামলা হল ঝাড়খণ্ডে। একটি পঞ্চায়েত অফিস বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঝাড়খণ্ডের সিংভূম জেলার একটি গ্রামে ঘটেছে এই নাশকতার ঘটনা। পুলিশ জানিয়েছে আইইডি ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছ পুলিশ। সিপিআই (মাওবাদী)রা এই বিস্ফোরণের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাতের বেলায় এই ঘটনা ঘটনায় কেউ আহত হননি। তবে পঞ্চায়েত অফিস পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই গ্রামে। এই ঘটনার পর থেকেই থমথমে রয়েছে ওই এলাকা। প্রচুর পুলিশও সেখানে মোতায়েন রয়েছে।

বিস্ফোরণ ঘটিয়ে পঞ্চায়েত অফিস উড়িয়ে দিল মাওবাদীরা। সিংভূম জেলার কোলহান এলাকায়। এর জেরে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ওই এলাকায়। ওই জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর ঘটনা নিয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “আইইডি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে পঞ্চায়েত অফিসে। কদমদিহার মাওবাদী দল এই কাজ করেছে।”

পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তীসগঢ়ের জঙ্গল লাগোয়া এলাকা ছিল মাওবাদীদের বিচরণ ক্ষেত্রে। এই সব এলাকায় এর আগে একাধিক নাশকতার ঘটনা ঘটিয়েছে মাওবাদীরা। কিন্তু গত কয়েক বছরে এই সব এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের জেরে কোণঠাসা হতে হয়েছে মাওবাদীদের। মাওবাদীদের সঙ্গে যুক্ত অনেকেই আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। সমাজের মূস স্রোতে ফিরে আসার চেষ্টাও চালাচ্ছেন তাঁরা। কিন্তু ঝাড়খণ্ডের ওই এলাকায় এখন সক্রিয় রয়েছে মাওবাহিনী। মাওবাদীদের দমনের জন্য এ বছর জানুয়ারি মাস থেকেই সেখানে যৌথ বাহিনী অভিযান চলছে। মাওবাদী নেতার সন্ধান দিলে পুরস্কার ঘোষণাও করেছে পুলিশ। এর মধ্যেই বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তি জাহির করল মাওবাদীরা।