ভোপাল: সাতসকালে ভয়াবহ আগুন। সপ্তাহ শেষে সরকারি সচিবালয়ে লাগল আগুন। গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায় বল্লভ ভবন সচিবালয়ে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক দমকল বাহিনী। আগুন নেভানোর চেষ্টা চলছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
এ দিন সকালে মধ্য প্রদেশের ভোপালে বল্লভ ভবন সচিবালয়ে আগুন লাগে। দাউদাউ করে আগুন বের হতে দেখা হয়। বিল্ডিংয়ের ছাদ থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করে। জানা গিয়েছে, সরকারি সচিবালয়ের চারতলায় আগুন লেগেছে। পুরনো ফাইল ও প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে।
#WATCH | Madhya Pradesh | A massive fire breaks out at Vallabh Bhavan State Secretariat in Bhopal. Firefighting operations are underway. Details awaited. pic.twitter.com/QBto0QSVIy
— ANI (@ANI) March 9, 2024
সরকারি দফতরে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও অবধি হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “বল্লভ ভবনের চতুর্থ তলে আগুন লেগেছে। কালেক্টরের কাছ থেকে খবর পাওয়ার পরই আমি মুখ্যসচিবকে অগ্নি নির্বাপণের কাজে তদারকির নির্দেশ দিয়েছি। অগ্নিকাণ্ডে ঘটনার তদন্ত করা হচ্ছে। আমার কাছে খবর এসেছে যে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, তার নির্দেশ দিয়েছি আমি।”