Shantanu Thakur: আবার মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর? এবার মতুয়াদের জন্য কী ভাবনা

Shantanu Thakur: শান্তনু উল্লেখ করেছেন, তৃণমূল কীভাবে মতুয়াদের মধ্যে ফাটল ধরাতে চেয়েছিল, মতুয়া পরিবারে ফাটল ধরাতে চেয়েছিল। তবে সব কৌশলই ব্যর্থ হয়েছে বলে দাবি করেন শান্তনু। তিনি দাবি করেছেন, উন্নয়নের জন্যই ভোট পেয়েছেন তিনি।

Shantanu Thakur: আবার মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর? এবার মতুয়াদের জন্য কী ভাবনা
শান্তনু ঠাকুরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2024 | 4:00 PM

নয়া দিল্লি: বাংলার সব রাজনৈতিক দলের কাছেই পাখির চোখ মতুয়া ভোট। রাজনীতির আকচা-আকচিতে ঠাকুরনগরের ঠাকুর পরিবারেই ফাটল ধরতে শুরু করে। তবে শেষ হাসি হেসেছে বিজেপি। আবারও জয়ী হয়েছেন ঠাকুর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর। রবিবার নরেন্দ্র মোদী শপথ নেওয়ার আগেই ইঙ্গিত মিলেছে বাংলা থেকে মন্ত্রী হতে পারেন দুই সাংসদ। তাঁর মধ্যেই উঠে এসেছে শান্তনু ঠাকুরের নাম। এর আগে জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি, আর এবারও প্রতিমন্ত্রী হতে পারেন তিনি।

শান্তনু ঠাকুর বলছেন, ‘মন্ত্রিত্ব পাওয়ার আশা নিয়ে আমি রাজনীতি করতে আসিনি। যে দায়িত্ব পাব, সেটাই পালন করব।’ তবে এবারও মন্ত্রী হলে মতুয়াদের উন্নয়নের জন্যই কাজ করবেন বলে জানিয়েছেন শান্তনু। তিনি বলেন, “বিপিএলের থেকেও এদের খারাপ অবস্থা। ওপার বাংলায় এরা সম্পত্তি ফেলে চলে এসেছে। তাই সরকারকে এদের দায়িত্ব নিতেই হবে। তাদের উন্নয়ন কীভাবে করা যায়, সরকারের কাছে সেটা দেখার আবেদনই রাখব।”

শান্তনু উল্লেখ করেছেন, তৃণমূল কীভাবে মতুয়াদের মধ্যে ফাটল ধরাতে চেয়েছিল, মতুয়া পরিবারে ফাটল ধরাতে চেয়েছিল। তবে সব কৌশলই ব্যর্থ হয়েছে বলে দাবি করেন শান্তনু। তিনি দাবি করেছেন, উন্নয়নের জন্যই ভোট পেয়েছেন তিনি। তাঁর লোকসভা কেন্দ্রে বিপুল উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সিএএ সম্পর্কে বলতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন, এনআরসি আমাদের বিষয় নয়। তবে সিএএ কার্যকর করে নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্য সফল হয়েছে বলে দাবি করেছেন তিনি।