Arvind Kejriwal: কেজরীবালের ওপর ক্ষুব্ধ সিংহভাগ দিল্লিবাসী, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

Arvind Kejriwal: সমীক্ষাতে পাওয়া তথ্য থেকেই স্পষ্ট মোটের ওপর আপ সরকারে ভূমিকায় খুশি নয় দিল্লিবাসী। এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে সমীক্ষায় উঠে এসেছে করোনা মোকাবিলায় দিল্লি সরকারের কাজে খুশি নয় দিল্লিবাসী।

Arvind Kejriwal: কেজরীবালের ওপর ক্ষুব্ধ সিংহভাগ দিল্লিবাসী, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 5:37 PM

নয়া দিল্লি: দ্বিতীয়বারের জন্য দিল্লির ক্ষমতায় এসে ইতিমধ্যেই দু’বছর অতিক্রান্ত করেছে অরবিন্দ কেজরীবাল সরকার (Arvind Kejriwal Government)। ২০১৫ সালে সবেমাত্র রাজনীতিতে আসা আম আদমি পার্টি (Aam Admi Party), বিজেপি, কংগ্রেসের মতো তাবর রাজনৈতিক দলগুলিকে ধরাশায়ী করেছিল। ২০২০ সালে কেজরীবালের মুখের ওপর ভর করেই বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকারে এলেও দু’বছরে মধ্যে কেজরীবাল সরকারের ভূমিকায় ‘না খুশ’ দিল্লিবাসী। লোকাল সার্কেলসের এক সমীক্ষায় দেখা গিয়েছে কেজরীবালের আপ সরকারের জনপ্রিয়তা কমতির দিকে। ওই সমীক্ষায় দিল্লিবাসীকে প্রশ্ন করা হয়েছিল দু’বছর আপ সরকার কেমন কাজ করেছে? প্রতি ৩ জন দিল্লিবাসীর ১ জন আম আদমি পার্টিকে সমর্থন করছে। স্পষ্টতই আপ সরকারের ওপর সাধারণ মানুষের সমর্থন কম হয়েছে বলেই জানিয়েছে ওই সমীক্ষক সংস্থা। দিল্লির ১১ টি জেলার মোট ৩৭ হাজার ৫০০ জনের ওপর এই সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষায় অংশ নেওয়া জনগণের মধ্যে ৬৭ শতাংশ পুরুষ ও ৩৩ শতাংশ মহিলা।

সমীক্ষায় উঠে আসা তথ্য

  • শুধুমাত্র ৩২ শতাংশ দিল্লিবাসী জানিয়েছেন করোনা মহামারিকালে দিল্লি সরকার ভাল কাজ করেছে। ৫১ শতাংশ দিল্লিবাসী জানিয়েছেন কোভিড সামলাতে ব্যর্থ কেজরীবাল সরকার। মূলত করোনার দ্বিতীয় ঢেউ সামলানোর ক্ষেত্রে চোখে পড়ার মতো কোনও কাজই করেনি আপ সরকার।
  • ২১ শতাংশ দিল্লিবাসী জানিয়েছেন, বিগত ২ বছরে দিল্লি সরকার বায়ুদূষণ মোকাবিলায় ভাল কাজ করেছে, অন্যদিকে ৫১ শতাংশ দিল্লিবাসী জানিয়েছেন যে কেজরীবাল সরকার বায়ুদূষণ মোকাবিলায় খারাপ কাজ করেছে।
  • ৩১ শতাংশ দিল্লিবাসী জানিয়েছেন দুর্নীতি কমাতে বিগত দুবছরে দিল্লি সরকার ইতিবাচক পদক্ষেপ করেছে। অন্যদিকে ৪৫ শতাংশ নাগরিক মনে করেন দুর্নীতি মোকাবিলায় দিল্লি সরকার কোনও কাজ করেনি।

সমীক্ষাতে পাওয়া তথ্য থেকেই স্পষ্ট মোটের ওপর আপ সরকারে ভূমিকায় খুশি নয় দিল্লিবাসী। এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে সমীক্ষায় উঠে এসেছে করোনা মোকাবিলায় দিল্লি সরকারের কাজে খুশি নয় দিল্লিবাসী। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় যখন করোনা সংক্রমণের ভয়ঙ্কর চিত্র দেখেছিল দিল্লি, সেই সময়ই সবমহলের নিন্দার মুখে পড়তে হয়েছিল দিল্লি সরকারকে। হাসপাতালগুলিতে বেডের অভাব প্রকট হয়ে উঠেছিল পাশাপাশি অক্সিজেনের অপ্রতুলতা অবস্থা আরও সংকটজনক করে তুলেছিল। করোনা শুরুর সময় ৪০ শতাংশ দিল্লিবাসীই আপ সরকারের ভূমিকায় সন্তোষ করলেও এবার অনেকটাই কমেছে শতাংশ।

আরও পড়ুন: Manish Tiwari on Leaving Congress: ‘যখন ওই জায়গায় পৌঁছব, তখন সেতু পার করব…’, কংগ্রেস ছাড়বেন মণীশ তিওয়ারিও?