AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mumbai International Airport: আজ টানা ৬ ঘণ্টা বন্ধ মুম্বই বিমানবন্দর

Mumbai Airport close: আজ, মঙ্গলবার বেলা ১১টা থেকে টানা ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর। অর্থাৎ বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি রানওয়েই বন্ধ থাকবে। পুজোর মুখে এভাবে বিমানবন্দর দীর্ঘক্ষণ বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বিমানযাত্রীরা।

Mumbai International Airport: আজ টানা ৬ ঘণ্টা বন্ধ মুম্বই বিমানবন্দর
মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর।
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 12:38 PM
Share

মুম্বই: পুজোর মুখেই দীর্ঘক্ষণ বন্ধ থাকছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। আজ, মঙ্গলবার বেলা ১১টা থেকে টানা ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে এই বিমানবন্দর (Mumbai International Airport)। অর্থাৎ বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি রানওয়েই বন্ধ থাকবে। ফলে উড়ানের ওঠা-নামাও বন্ধ থাকবে। পুজোর মুখে এভাবে বিমানবন্দর দীর্ঘক্ষণ বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বিমানযাত্রীরা।

প্রতি বছর রক্ষণাবেক্ষণের কাজ করা হয়

প্রতি বছরই বর্ষার আগে ও পরে রানওয়েতে রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। এবছর ছয় মাস আগে, বর্ষা শুরুর আগে শেষবার মুম্বই বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন হয়েছিল। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে সমস্ত বিমান যাতে ঠিকমতো টেকঅফ ও অবতরণ করতে পারে এবং যাত্রীরা নিরাপদে থাকতে পারেন, তার জন্যই এই রক্ষণাবেক্ষণ। বিমানবন্দরের পরিকাঠামোকে সর্বোচ্চ মান বজায় রাখাই লক্ষ্য বলে জানান মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

যাত্রীদের কাছে সহযোগিতার আবেদন

মুম্বই বিমানবন্দরে প্রতিদিন ৯০০টি বিমান ওঠা-নামা করে। এখান থেকে অনুমান করা যায়, একদিনে কত লোক এই বিমানবন্দরে আসা-যাওয়া করেন। ফলে টানা ৫ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকলে পরিস্থিতি কী হতে পারে সে বিষয়ে ওয়াকিবহাল বিমানবন্দর কর্তৃপক্ষও। তাই যাত্রীদের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।