Mumbai Murder: আলমারিতে রাখা মায়ের টুকরো টুকরো দেহ, মুম্বই পুলিশের হাতে গ্রেফতার যুবতী
Mumbai Murder: আলমারি খুলতেই বের হল মায়ের টুকরো টুকরো দেহ। মেয়েকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।
মুম্বই: ফের টুকরো টুকরো দেহ। এবার ঘটনাস্থল মুম্বই। মাকে হত্যা করে দেহ টুকরো টুকরো করে কেটে ফেলার দায়ে অভিযুক্ত মেয়ে! বুধবার, তাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম বীনা জৈন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বীনাকে হত্যার পর তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছিল। জলের ট্যাঙ্কের মধ্যে রাখা একটি ইস্পাতের বাক্সে কয়েক টুকরো মাংস এবং হাড়গোড় পাওয়া গিয়েছে। আর ঘরের একটি আলমারির মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল তাঁর পচাগলা দেহ।
পুলিশের দাবি, বেশ কয়েক মাস আগেই মৃত্যু হয়েছে বীনার। তারপর থেকে তাঁর দেহ প্লাস্টিকের ব্যাগে ভরে ওই আলমারিতেই রাখা ছিল। পুলিশের দীর্ঘ জেরার মুখে মাকে হত্যা করার কথা স্বীকার করেছে বীনার মেয়ে, ২৩ বছর বয়সী রিম্পল জৈন। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৪ মার্চ) থানায় এসে বীনা জৈন নিখোঁজ বলে অভিযোগ করেছিলেন তাঁর ভাই এবং তাঁর ভাইপো। তাঁরা জানান, গত ২৬ নভেম্বর বীনার সঙ্গে তাঁদের শেষ দেখা হয়েছিল। তারপর থেকে আর তাঁর কোনও খবর পাননি তাঁরা। বিভিন্নভাবে চেষ্টা করেও, যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে। মেয়ে রিম্পলকে জিজ্ঞেস করলে সে অসংলগ্ন উত্তর দিচ্ছে বলে জানিয়েছিল তাঁরা।
#UPDATE | Mumbai’s Kalachowki police arrested the daughter of the deceased by registering a case under section 302 of the IPC and the Arms Act in connection with the murder of her mother. The arrested accused has been identified as Rimple Prakash Jain: Mumbai police https://t.co/wu029CZ1Y3 pic.twitter.com/RmIUjjFZCc
— ANI (@ANI) March 15, 2023
এই অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করে পুলিশ। এদিন সকালে বিনিতা জৈনের মুম্বইয়ের লালবাগ এলাকার বাড়িতে অনুসন্ধানে যায় পুলিশ। বীণা জৈনের প্রথম তলার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাতে গিয়ে, এক আলমারির মধ্য থেকে প্লাস্টিকের ব্যাগটি পায় পুলিশ। ব্যাগ খুলতেই বের হয় বীনার পচাগলা দেহ। রিম্পলকে গ্রেফতার করা হলেও, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। তদন্তে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে সিঁড়ি থেকে নীচে পড়ে গিয়েছিলেন বীণা জৈন। সেই ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিসিপি প্রবীণ মুন্ধে বলেছেন, “লালবাগ এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগে ৫৩ বছর বয়সী এক মহিলার পচাগলা দেহ পাওয়া গিয়েছে। নিহত মহিলার ২২ বছর বয়সী মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”