ISIS training in India: দেশের অন্দরেই চলে ISIS-এর ট্রেনিং! সাত সকালে তল্লাশি শুরু এনআইএ-র
ISIS training in India: সম্প্রতি দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে, যিনি আইএস-এর অন্যতম চক্রী ছিলেন বলে অনুমান গোয়েন্দাদের। তিনি ভারতে নাশকতার ছক কষতেই এসেছিলেন বলে জানতে পেরেছে এনআইএ। বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই সব চক্রের শিকড় খুঁজতে তল্লাশি শুরু করল এনআইএ।
চেন্নাই:
শনিবার সকাল থেকে তামিলনাড়ু জুড়ে তল্লাশি শুরু করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। গোয়েন্দাদের অনুমান, এই রাজ্যের বিভিন্ন জায়গায় লুকিয়ে চলছে আইএস জঙ্গি হিসেবে ট্রেনিং দেওয়ার কাজ। সেই সব ট্রেনিং সেন্টারের খোঁজেই তল্লাশি শুরু হয়েছে কোয়েম্বাটোর ও চেন্নাই-তে। সম্প্রতি আইএসআইএস-এর চক্রী দিল্লি থেকে গ্রেফতার হন। তারপর থেকে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না এনআইএ।
দু দিন আগে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আইএসআইএস-এর এক চক্রীকে। আর সেপ্টেম্বর মাসের শুরুতে চেন্নাই থেকে গ্রেফতার করা হয় সৈয়দ নাবীল নামে আরও এক ব্যক্তিকে, যিনি আইএসআইএস-এর ত্রিশূর মডেলের সদস্য বলে জানা গিয়েছে। তাই ট্রেনিং সেন্টারগুলিকে খুঁজে বের করা খুবই জরুরি বলে মনে করছে এনআইএ।
কোয়েম্বাটোর বিস্ফোরণের ঠিক তিন মাস পর ও ম্যাঙ্গালুরু বিস্ফোরণের কয়েক মাস পর ওই হামলার দায় স্বীকার করে নিয়েছিল আইএস জঙ্গি সংগঠন। গত মার্চ মাসে ভয়েস অব খোরাসান নামে ওই সংগঠনের এক মুখপত্রে আইএস-এর তরফে উল্লেখ করা হয়েছিল যে দক্ষিণ ভারতে আইএস জঙ্গির অস্তিত্ব রয়েছে। দুটি বিস্ফোরণেই তারা যুক্ত ছিল বলেও উল্লেখ করা হয়।
এদিকে, দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে আরাফত আলি নামে এক ব্যক্তিকে। জানা গিয়েছে, কেনিয়ার নাইরোবি থেকে আসছিলেন ওই ব্যক্তি। বিমানবন্দরে নামার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। জানা যায় ওই ব্যক্তি আইএস চক্রী। বিদেশে বসেই ওই ব্যক্তি মৌলবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছিলেন বলে জানতে পারেন গোয়েন্দারা।