AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nirmala Sitharaman: ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান, শাশুড়ি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

Nirmala Sitharaman's Daughter Gets Married: শ্বাশুড়ি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নিজের বাড়িতেই একেবারে ছোট মাপের ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করেছিলেন নির্মলা।

Nirmala Sitharaman: ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান, শাশুড়ি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
মেয়ের বিয়েতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 7:01 AM
Share

বেঙ্গালুরু: শাশুড়ি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বৃহস্পতিবার (৮ জুন) রাতে মেয়ের বিয়ে হল তাঁর। তবে, সাধারণত রাজতীনিবিদ বা সেলেব্রিটিরা যেরকম বিশাল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, সেই পথে হাঁটেননি দেশের অর্থমন্ত্রী। বদলে, একেবারে ছোট মাপের ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করেছিলেন নির্মলা। বেঙ্গালুরুর জয়নগর এলাকার এক হোটেলে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র সীতারমণ পরিবারের আত্মীয় এবং বন্ধুরা অংশ নিয়েছলেন। একেবারেই সাদামাটা অনুষ্ঠান, কোনও রাজনৈতিক হেভিওয়েট নেতা বা অন্য জগতের সেলেবদের উপস্থিতি দেখা যায়নি।

ব্রাহ্মণ বিবাহ রীতি মেনে প্রতীক দোশি নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় নির্মলা সীতারমণের কন্যা পরকালা বঙ্গময়ীর। উদুপি আদামারু মঠের পুরোহিতরা বর ও কনেকে আশীর্বাদ করেন। মঠের বৈদিক নিয়মে বিবাহ হয়। বিয়ের দিন, নববধূ পরকালা বাঙ্ময়ী একটি গোলাপী রঙের শাড়ি পরেছিলেন। সঙ্গে ছিল মানানসই সবুজ ব্লাউজ। আর বরের পরনে ছিল সাদা পাঞ্চা ধুতি ও শাল। অন্যদিকে কনের মা, অর্থাৎ নির্মলা সীতারমণ পরেছিলেন একটি মোলাকালমুরু শাড়ি।

জানা গিয়েছে বর, প্রতীক দোশি গুজরাটের বাসিন্দা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন গুরুত্বপূর্ণ সহযোগী। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট স্কুলের স্নাতক, প্রতীক বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিযুক্ত। এর আগে নরেন্দ্র গুজরাটের মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন, প্রতীক গুজরাটের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে গবেষণা সহকারী হিসেবে কাজ করতেন। ২০১৪ সালে যখন নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় গুজরাট থেকে প্রতীক দোশিকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে এসেছিলেন। ২০১৯ সালের মোদী দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার সময় তাঁকে অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করেন।

অন্যদিকে নির্মলা সীতারামনের মেয়ে বাঙ্ময়ী, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর এবং নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির মেডিল স্কুল অব জার্নালিজম থেকে তাঁর সাংবাদিকতা বিষয়ে এমএস ডিগ্রি আছে বর্তমানে তিনি ‘মিন্ট লাউঞ্জে’র ফিচার রাইটার।