Non-Hindus Ban: কেদারনাথ-বদ্রীনাথ-গঙ্গোত্রীতে ঢুকতে পারবেন না অ-হিন্দুরা, সিদ্ধান্ত মন্দির কমিটির
Uttarakhand: গঙ্গোত্রী কমিটির তরফে জানানো হয়েছে, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ ও মুখবা, যেখানে শীতকালে মা গঙ্গাকে এনে রাখা হয়, সেখানে অ-হিন্দুদের ঢোকা নিষেধ করে দেওয়া হয়েছে। শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির চেয়ারম্যান সুরেশ সেমওয়ালও জানিয়েছেন যে তিন ধাম ও মুখবা-তে অ-হিন্দুদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে।

দেহরাদুন: দেবভূমিতে ফতোয়া। উত্তরাখণ্ডের গঙ্গোত্রীতে ঢুকতে পারবেন না কোনও অ-হিন্দু ব্যক্তি। কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরেও ঢুকতে পারবেন না কোনও অ-হিন্দু ব্যক্তি। রবিবার, ২৫ জানুয়ারি শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির তরফে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গঙ্গোত্রী কমিটির তরফে জানানো হয়েছে, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ ও মুখবা, যেখানে শীতকালে মা গঙ্গাকে এনে রাখা হয়, সেখানে অ-হিন্দুদের ঢোকা নিষেধ করে দেওয়া হয়েছে। শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির চেয়ারম্যান সুরেশ সেমওয়ালও জানিয়েছেন যে তিন ধাম ও মুখবা-তে অ-হিন্দুদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে।
বিজেপি নেতা তথা বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, আগামী বোর্ড মিটিংয়ে অ-হিন্দুদের প্রবেশ নিষেধ করার প্রস্তাব জমা দেওয়া হবে। তাঁর বক্তব্য, উত্তরাখণ্ডের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সর্বোত্তম। আগে কেদারনাথ ও মানা অঞ্চলের সমস্ত মন্দিরে কেবলমাত্র হিন্দুদেরই প্রবেশের অধিকার ছিল। যখন বিজেপি সরকার ছিল না, তখন এই সমস্ত ঐতিহ্য প্রথাকে অমান্য করা হয়। এবার এই নিয়ম মানতে কড়া ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী রাজ্যজুড়ে সমস্ত বেআইনি মন্দির সরানোর নির্দেশ দেন।
