AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Win Election: শুধু দিল্লি নয়! একই দিনে আরও একটি রাজ্যে গেরুয়া ঝড় তুলল বিজেপি

BJP Win Election: এই কেন্দ্রে আগের বিধায়ক ছিলেন সপা নেতা অবধেশ প্রসাদ। কিন্তু লোকসভা নির্বাচনে ফইজাবাদ থেকে সাংসদ হিসাবে জয়ের পর সেই বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। আর সেই জায়গা পূরণ করতেই মিল্কিপুরে ছিল উপনির্বাচন।

BJP Win Election: শুধু দিল্লি নয়! একই দিনে আরও একটি রাজ্যে গেরুয়া ঝড় তুলল বিজেপি
Image Credit: PTI
| Updated on: Feb 08, 2025 | 7:50 PM
Share

পটনা: শুধু দিল্লি নয়। একই দিনে আরও এক রাজ্যে জয়ধ্বনি বাজাল বিজেপি। আড়াই দশক পর দিল্লিতে ফিরেছে পদ্ম শিবির। শেষ বার সরকার চালিয়ে ছিলেন সুষমা স্বরাজ। এবার অবশ্য দিল্লির মুখ কে হতে চলেছেন, সেই নিয়ে এখনও ধন্দ রয়েছে। সম্ভাব্য অরবিন্দ কেজরীবালকে হারানো প্রবেশ ভর্মাই হয়তো বসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী পদে।

এদিন ৪৮টি আসন পেয়ে দিল্লি বিধানসভা নির্বাচনে জয় লাভ করেছে বিজেপি। আপ পেয়েছে ২২টি আসন। হেরেছেন কেজরীবাল। হেরেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। তবে কিছুটা হলেও মান রক্ষা করেছেন অতিশী। অন্যদিকে কংগ্রেস। তারা এবারেও শূন্য।

তবে শুধুই দিল্লি নয়। আরও একটি রাজ্যেও জয়জয়কার হয়েছে বিজেপির। দিল্লি থেকে হাতেগোনা ওই হাজার কিলোমিটার দূর। বিহারের মিল্কিপুরেও ছিল নির্বাচনী ফলাফলের দিন। দিল্লির ভোটের দিনে বিহারের এই বিধানসভা কেন্দ্রে আয়োজন হয়েছিল উপনির্বাচনের।

এই কেন্দ্রে আগের বিধায়ক ছিলেন সপা নেতা অবধেশ প্রসাদ। কিন্তু লোকসভা নির্বাচনে ফইজাবাদ থেকে সাংসদ হিসাবে জয়ের পর সেই বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। আর সেই জায়গা পূরণ করতেই মিল্কিপুরে ছিল উপনির্বাচন।

কী হল ফলাফল?

সেখানেও জিতেছে বিজেপি। মিল্কিপুর কেন্দ্রের জন্য বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন চন্দ্রবাবু পাসওয়ান। অন্য দিকে, সপার টিকিটে দাঁড়িয়েছিলেন অজিত প্রসাদ। আজ ছিল উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন। মোট ৬১ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান সপা নেতা। চন্দ্রবাবুর থলিতে যায় ১ লক্ষ ৪৬ হাজার ভোট। সপা প্রার্থী অজিতের থলিতে যায় ৮৪ হাজার ভোট।