AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali: টুথপেস্ট থেকে ময়দা, এক ক্লিকেই বাড়িতে পৌঁছে যাবে পতঞ্জলির সব প্রোডাক্ট

Patanjali: গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে, পতঞ্জলি একটি অফিশিয়াল অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে, সেখানে যে কেউ সরাসরি তাদের বাড়িতে পতঞ্জলির পণ্য অর্ডার করতে পারবেন। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে সাবান, টুথপেস্ট, ময়দা, ঘি, ভেষজ রস এবং হাজার হাজার প্রোডাক্ট অর্ডার করা যাবে।

Patanjali: টুথপেস্ট থেকে ময়দা, এক ক্লিকেই বাড়িতে পৌঁছে যাবে পতঞ্জলির সব প্রোডাক্ট
Image Credit: TV9 Network
| Updated on: Oct 27, 2025 | 3:05 PM
Share

নয়া দিল্লি: যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি এবার তার গ্রাহকদের জন্য অনলাইন শপিং-এর সুযোগ নিয়ে এসেছে। অর্থাৎ এবার থেকে পতঞ্জলির জিনিস কিনতে হলে আপনাকে আর কোনও দোকানে যেতে হবে না। পরিবর্তে, আপনি ঘরে বসেই পতঞ্জলির আয়ুর্বেদিক এবং দৈনন্দিন ব্যবহারের সব জিনিসই অর্ডার করতে পারবেন।

Amazon বা Flipkart-এর মতো অনলাইন সংস্থা থেকে যেভাবে পণ্য কেনেন, সেভাবেই পতঞ্জলি আয়ুর্বেদ ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন। এর সবথেকে বড় সুবিধা হল, আপনি ই-কমার্স পরিষেবাগুলিতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে, পতঞ্জলি একটি অফিশিয়াল অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে, সেখানে যে কেউ সরাসরি তাদের বাড়িতে পতঞ্জলির পণ্য অর্ডার করতে পারবেন। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে সাবান, টুথপেস্ট, ময়দা, ঘি, ভেষজ রস এবং হাজার হাজার প্রোডাক্ট অর্ডার করা যাবে। গ্রামীণ এলাকা এবং ছোট শহরে পতঞ্জলির পণ্য আরও সহজলভ্য হবে।

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কেনাকাটা করার সময় গ্রাহকরা ১০ শতাংশ পর্যন্ত ছাড়ও পাবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পতঞ্জলি (PNB-পতঞ্জলি) ক্রেডিট কার্ড এবং RBL ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি ১০ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। কিছু পণ্যের জন্য বিনামূল্যে ডেলিভারিও পাওয়া যায়। আপনি patanjaliayurved.net ওয়েবসাইট থেকে মিষ্টি থেকে শুরু করে বিস্কুট এবং টুথপেস্ট পর্যন্ত সবকিছু অর্ডার করতে পারেন। পতঞ্জলি আয়ুর্বেদ ঘরে বসে অনলাইনে ওষুধ অর্ডার করার সুযোগও দিচ্ছে।

বাড়ি থেকে অর্ডার করবেন কীভাবে:

প্রথমে, আপনার মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে https://www.patanjaliayurved.net ভিজিট করুন।

আপনার নাম, ঠিকানা লিখে লগ ইন করুন।

আপনার পছন্দের পণ্যটি খুঁজে নিন এবং এটি আপনার কার্টে রাখুন।

অর্ডার অপশনে যান। আপনার ঠিকানা দিন। অনলাইনে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করুন।

কয়েক দিনের মধ্যে পণ্যটি আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে।