Odisha Coromandel Express Accident: বালেশ্বের দুর্ঘটনার ক্ষতিপূরণ নিতে জীবিত স্বামীকে মৃত বানালেন স্ত্রী, অভিযোগ দায়ের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 07, 2023 | 10:57 PM

Odisha Woman: ওড়িশার কটক জেলায় মানিয়াবান্দার বাসিন্দা গীতাঞ্জলি দত্ত। তাঁর স্বামী বিজয় দত্ত। ২ জুন বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বিজয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন গীতাঞ্জলি। এমনকি যে হাসপাতালে দুর্ঘটনায় মৃতদের দেহ ছিল, সেখানে গিয়ে একটি দেহকে নিজের স্বামীর দেহ বলে শনাক্ত করেছিলেন গীতাঞ্জলি।

Odisha Coromandel Express Accident: বালেশ্বের দুর্ঘটনার ক্ষতিপূরণ নিতে জীবিত স্বামীকে মৃত বানালেন স্ত্রী, অভিযোগ দায়ের
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাস্থল। ফাইল ছবি।

Follow Us

কটক: ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই শতাধিক যাত্রী। দুর্ঘটনায় মৃত এবং আহত যাত্রীদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল। সেই ক্ষতিপূরণ পাওয়ার জন্য এক মহিলা নিজের জীবিত স্বামীকে মৃত প্রতিপন্ন করার চেষ্টা করলেন। ওই মহিলা দাবি করেছিলেন, ২ জুন বালেশ্বরের বাহানগায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর স্বামীর। এমনকি হাসপাতালে গিয়ে এক মৃত ব্যক্তিকে নিজের স্বামী হিসাবে শনাক্তও করেছিলেন তিনি। নথিতে জালিয়াতিও করেছিলেন। কিন্তু জাল নথি ধরা পড়ে যায়। তা জানতে পেরে ওই মহিলার স্বামী তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন। এই ঘটনা সামনে আসার পর থেকেই পলাতক ওই মহিলা। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার বাড়ি ওড়িশার কটক জেলায়।

ওড়িশার কটক জেলার মানিয়াবান্দার বাসিন্দা গীতাঞ্জলি দত্ত। তাঁর স্বামী বিজয় দত্ত। ২ জুন বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বিজয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন গীতাঞ্জলি। এমনকি যে হাসপাতালে দুর্ঘটনায় মৃতদের দেহ ছিল, সেখানে গিয়ে একটি দেহকে নিজের স্বামীর দেহ বলে শনাক্ত করেছিলেন গীতাঞ্জলি। একটি ভুয়ো আধার কার্ডও দেখিয়েছিলেন। কিন্তু পুলিশি নথি যাচাইয়ের সময় তা ধরা পড়ে যায়। ইতিমধ্যেই বিজয়ও জানতে পারেন ঘটনার কথা।

এর পর বিজয় নিজের স্ত্রী গীতাঞ্জলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এবং পুলিশের কাছে কঠোর শাস্তির দাবি করেছেন। এই ঘটনা নিয়ে বিজয় নামের ওই ব্যক্তি বলেছেন, “আমি লজ্জিত। এই ধরনের মহিলার থেকে সাবধানে থাকার কথা আমি সবাইকে বলব। আমি মামলা দায়ের করেছি। এবং কঠোর শাস্তির দাবি করেছি।” জানা গিয়েছে, গীতাঞ্জলি ও বিজয় গত ১৩ বছর ধরে আলাদা থাকেন। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের স্বামীকে মৃত দেখিয়ে ক্ষতিপূরণের টাকা ও বিমার টাকা হাতানোর পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

Next Article