Omicron Live Update: মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত আরও ২, দেশে মোট সংক্রমিত ২৩

ওমিক্রনের আক্রান্তের সংখ্যা ভারতে এক লাফে বেড়ে হয়ে গিয়েছে ২১। দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের নয় জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ নিশ্চিত হয়েছে রাজস্থানে।

Omicron Live Update: মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত আরও ২, দেশে মোট সংক্রমিত ২৩
দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্য়া।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2021 | 2:24 AM

ডেল্টার মতোই থাবা বসাবে নাকি তেমন কোনও প্রভাব ফেলবে না ওমিক্রন নিয়ে সামনে আসছে একের পর এক প্রশ্ন। টিকা নেওয়া হয়ে গেলে ওমিক্রনের ভয় কতটা থাকবে সেই উত্তরও এখনও গবেষণা স্বাপেক্ষ। তবে এরই মধ্যে ভারতে একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। রবিবার পর্যন্ত ২১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়েছে কর্ণাটক, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থানে।

নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাবধান করার পরই সতর্ক হয়েছে কেন্দ্রীয় সরকার। ওমিক্রন নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। জানা যাচ্ছে, আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে অপেক্ষাকৃত অধিক সংক্রামক এই ভ্যারিয়েন্ট ওমিক্রন। অন্তত এক তৃতীয়াংশ জুড়ে করোনা আক্রান্তদের নমুনায় মিলেছে এই ভ্যারিয়েন্টের খোঁজ।

ওমিক্রন সংক্রান্ত সব খবর একনজরে: