AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চলন্ত স্কুটারেই ফাটল বস্তা ভর্তি ‘পেঁয়াজ বোমা’, ছিন্নভিন্ন যুবকের দেহ, আহত আরও ৬

Bomb Blast: এ দিন দুপুর ১২টা নাগাদ এক ব্যক্তি স্কুটারে করে বাজি নিয়ে যাচ্ছিলেন। তাঁর স্কুটারে এক বস্তা ভর্তি পেঁয়াজ বোমা ছিল। একটি সরু গলিতে ঢোকার পরই রাস্তার গর্তে স্কুটারের চাকা পড়ে। বস্তা থেকে বোমাগুলি মাটিতে আছড়ে পড়তেই বিস্ফোরণ শুরু হয়।

চলন্ত স্কুটারেই ফাটল বস্তা ভর্তি 'পেঁয়াজ বোমা', ছিন্নভিন্ন যুবকের দেহ, আহত আরও ৬
বিস্ফোরণের মুহূর্ত।Image Credit: X
| Updated on: Oct 31, 2024 | 7:48 PM
Share

অমরাবতী: দীপাবলির দিনই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাজি ফেটে মৃত্যু যুবকের। আহত আরও কমপক্ষে ৬ জন। দীপাবলির জন্যই বস্তা ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছিল পেঁয়াজ বোমা বা  দেশি চকোলেট বোমা। স্কুটারে নিয়ে যাওয়ার সময়ই হঠাৎ চাকা গর্তে পড়ে। রাস্তায় আছড়ে পড়তেই ফাটতে শুরু করে বোমা। বিস্ফোরণের জেরেই মৃত্যু হয় একজনের।

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের এলুরু জেলায়। এ দিন দুপুর ১২টা নাগাদ এক ব্যক্তি স্কুটারে করে বাজি নিয়ে যাচ্ছিলেন। তাঁর স্কুটারে এক বস্তা ভর্তি পেঁয়াজ বোমা ছিল। একটি সরু গলিতে ঢোকার পরই রাস্তার গর্তে স্কুটারের চাকা পড়ে। বস্তা থেকে বোমাগুলি মাটিতে আছড়ে পড়তেই বিস্ফোরণ শুরু হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গলির মোড়ে পাঁচ-ছয় দাঁড়িয়ে ছিলেন। তাদের কাছাকাছি যেতেই স্কুটারের চাকা গর্তে পড়ে এবং বোমা ফেটে বিস্ফোরণ হতে শুরু করে। নিমেষেই সাদা ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। কয়েকজনকে কান চেপে আশেপাশের বাড়ির দিকে দৌড়াতে দেখা যায়।

যে যুবক বাইক চালাচ্ছিল, বিস্ফোরণে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। আহত আরও ছয়জন। এদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক।