AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Ticket: অনলাইন নাকি অফলাইন? ট্রেনের টিকিট সস্তায় পাবেন কীভাবে

Railway: ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে টিকিট বুকিংয়ের পাশাপাশি, আপনি প্ল্যাটফর্ম নম্বর সম্পর্কিত তথ্যও পেতে পারেন অনলাইনে। তাই অফলাইনে টিকিট কিনতে পছন্দ করেন না অনেকে।

Train Ticket: অনলাইন নাকি অফলাইন? ট্রেনের টিকিট সস্তায় পাবেন কীভাবে
Image Credit: uniquely india
| Updated on: Feb 22, 2025 | 9:45 PM
Share

নয়া দিল্লি: ট্রেনে ভ্রমণের জন্য বর্তমানে বেশিরভাগ যাত্রীই অনলাইনে টিকিট বুকিং-এর পদ্ধতি বেছে নিচ্ছেন। তবে অনেকেই মনে করেন কাউন্টারে গিয়ে টিকিট কাটলে, তা আরও সস্তা হয়। তাই কোনটা সহজ, তা জেনে নেওয়া জরুরি। রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত প্রশ্ন তুলেছিলেন অনলাইন বুকিংয়ের জন্য অতিরিক্ত চার্জ কেন নেওয়া হয়?

আসলে অনলাইনে টিকিট বুক করার জন্য যে অ্যাপগুলি আছে, তা রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডেশনের জন্য টাকা খরচ হয়। আর সেই খরচ যাত্রীদের বহন করতে হয়। অনলাইনে টিকিট বুকিং করার সময় ভারতীয় রেল যাত্রীদের কাছ থেকে সুবিধা শুল্কের নামে টাকা নেয়। শুধু তাই নয়, অনলাইনে টিকিট বুক করার সময় আপনাকে অনলাইনে পেমেন্টও করতে হয়। আর অনলাইন পেমেন্টের সময়, ব্যাঙ্ক এবং UPI অ্যাপও আলাদা আলাদা চার্জ নেয়। এজন্যই অনলাইন টিকিটের দাম বেশি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এ কথা জানিয়েছেন।

অনলাইন টিকিটের দাম বেশি হলেও, কাউন্টারে টিকিট বুক করার চেয়ে অনলাইনে বেশি মানুষ টিকিট বুক করে। ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে টিকিট বুকিংয়ের পাশাপাশি, আপনি প্ল্যাটফর্ম নম্বর সম্পর্কিত তথ্যও পেতে পারেন অনলাইনে। তাই অফলাইনে টিকিট কিনতে পছন্দ করেন না অনেকে।

রেল স্টেশন থেকে টিকিট বুক করা সস্তা কারণ, সে ক্ষেত্রে রেলওয়ে অ্যাপের জন্য ধার্য করা চার্জ দিতে হবে না।