
সামরিক অভিযানে পাকিস্তানের কোনও সেনাঘাঁটিতে আঘাত করেনি ভারত। তবে বার্তাটা একেবারে স্পষ্ট ছিল যে, ভারতের সেনাঘাঁটিকে নিশানা করা হলে ছেড়ে কথা বলবে না নয়া দিল্লি। এবার শুরু সেই চরম সংঘাত। সরকারি বিবৃতিতে জানিয়ে দেওয়া হল, পাকিস্তানে পরপর ড্রোন হামলা চালাচ্ছে ভারত। ধ্বংস করে দেওয়া হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। এই সংক্রান্ত সব আপডেট একনজরে…
হাসপাতালকেও ছাড়ছে না নির্লজ্জ পাকিস্তান। জম্মু AIIMS-এর পাশেই আকাশে দেখা মিলল পাকিস্তানি ড্রোনের। TV9 -এর ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। সজাগ রয়েছে সেনাও। জম্মু ও কাশ্মীরে ১৫টি ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করল সেনা।
ভারত-পাক অশান্তির আবহে, নিরাপত্তাজনিত কারণে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (DGCA) নিল বড় সিদ্ধান্ত। এর আগে ২৪টি বিমানবন্দর বন্ধ রাখার কথা জানালেও এবার ডিজিসিএ জানিয়েছে যে ১৫ মে পর্যন্ত ৩২টি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য অস্থায়ীভাবে বন্ধ থাকবে।
STORY | 32 airports shut for civilian flight operations till May 15: DGCA
READ: https://t.co/HlU3molb7M pic.twitter.com/cnVEyih4qe
— Press Trust of India (@PTI_News) May 9, 2025
পাক অধিকৃত কাশ্মীরের বহু জায়গায় ড্রোন হামলা চালালো ভারত। জালালপুর জাটান এলাকাতেও প্রত্যাঘাত ভারতের। সন্ধে হতেই হামলা শুরু করেছিল পাকিস্তান। ৪ রাজ্যে ২৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টাও করে। যার বেশিরভাগ হামলা প্রতিহত করেছিল সেনা। এবার পাকিস্তানের বিরুদ্ধে ফের অ্যাকশন শুরু করল ভারত।
পঞ্জাবের ফিরোজপুরে জনবসতিপূর্ণ এলাকায় পাকিস্তানের ড্রোন হামলা। এএনআই সূত্রে জানা গিয়েছে, এক পরিবারের সদস্যরা আহত হয়েছেন। তাঁদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৈষ্ণোদেবী যাত্রাপথে নাগরোটায় ব্ল্যাক আউটের মধ্যে লাগাতার ড্রোন হামলা পাকিস্তানের। এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করল ড্রোন হামলা। পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এলাকা।
অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধারাবাহিকভাবে অব্যহত রয়েছে। বিমানবন্দরের ক্ষতি হয়নি। আকাশে ধ্বংস করা হয়েছে ড্রোন গুলি পাঠানকোটে ড্রোন হামলা। পাঠানকোট বিমানঘাঁটিতে ড্রোন হামলা ব্যর্থ। এয়ার ডিফেন্স সিস্টেম আকাশে ধ্বংস করে নামাল।
ফের জম্মুতে বিস্ফোরণ। বিস্ফোরণের পাঁচ মিনিট আগে থেকেই সাইরেন বাজতে শুরু করে। রাত সাড়ে আটটার পরই জম্মু শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ আসছে। জম্মুর আকাশসীমার মধ্যে মিসাইল ও ড্রোন হানা হচ্ছে।
সন্ধ্যা নামার পরই ফের সীমান্তে বাজছে সাইরেন। কাশ্মীরের উরি সেক্টরে শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। জানা যাচ্ছে, ফের গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান।
শুক্রবার বিকালে ভারত-পাকিস্তান যুদ্ধ আবহ নিয়ে সাংবাদিক বৈঠকে বসলেন বিদেশমন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা। সেখানেই দেশের বিদেশ সচিব বিক্রম মিস্রির দাবি –
তুরস্কের ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে পাকিস্তান। জানাল সেনা। বৃহস্পতিবার সন্ধ্য়ায় ভারতের একাধিক সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। আহত হয়েছেন কয়েকজন ভারতীয় সেনা জওয়ান।
১৫ মে পর্যন্ত কোনও অবস্থাতেই আতশবাজি পোড়ানো যাবে না। এমনই নির্দেশিকা দেওয়া হল গুজরাটে। অশান্তির আবহে কোনও অনুষ্ঠানে আতশবাজি পোড়ানো হবে না বলে নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের মাঝে অমৃতসর প্রশাসন জারি করল নতুন নির্দেশিকা। প্রশাসনের তরফে বলা হয়েছে যে আর কোনও মক ড্রিল হবে না। যদি বিমান হামলার সাইরেন বেজে ওঠে, তাহলে তা হামলা বলেই ধরে নিতে হবে। তখন অবিলম্বে ব্ল্যাকআউট করতে হবে।
পাকিস্তানের সঙ্গে বন্ধু-প্রীতি ঘুঁচিয়ে দুই দেশের মধ্যে শান্তির আবহাওয়া তৈরির পথ খুঁজছে চিন। শুক্রবার, সেদেশের বিদেশমন্ত্রী লিং জিয়াংয়ের দাবি, ‘দুই দেশের মধ্যে চলা উত্তেজনা চিন্তায় রয়েছে বেজিং। যতই হোক, তারা আমাদের প্র্রতিবেশী। চিন কখনওই সন্ত্রাসবাদের মতো ঘটনাকে উস্কানি দিতে পছন্দ করে না। তবু আমাদের আর্জি যেন দুই দেশ নিজেদের মধ্যে শান্তি বজায় রাখে।’
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিএসএফ এবং সিআইএসএফ-এর ডিজিদের বৈঠক শেষ।
বৃহস্পতিবার যখন পাকিস্তান হামলা চালাচ্ছিল মিসাইল-ড্রোন দিয়ে, সারা রাত তখন জেগে পরিস্থিতির উপরে কড়া নজর রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান যদি ফের হামলা করে, তবে ভারত তার প্রত্যাঘাত কীভাবে করবে, তা নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি বিভিন্ন রাজ্যের, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যের প্রস্তুতি কীরকম, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ক্ষমতার আস্ফালন দেখাতে বৃহস্পতিবার রাতেই ড্রোন, মিসাইল হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতও। পাকিস্তানের কোনও হামলাই ভারতে আঘাত হানতে পারেনি। এদিকে, ভারতে একদিন হামলা চালিয়েই দৈন্য দশা পাকিস্তানের।
বিস্তারিত: একদিন যুদ্ধ করেই ‘হাতে বাটি’ পাকিস্তানের, পেট চালাতে ভিক্ষা চাইছে!
সিন্ধুর জল না ছাড়লে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিল পাকিস্তানের নেতা-মন্ত্রীরা। ভারত কী করতে পারে, এবার সিন্ধুর জল দিয়েই তা বুঝিয়ে দিল। যুদ্ধ আবহেই আজ খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ।
পাকিস্তানের ছোড়া প্রতিটি ড্রোন, মিসাইলকে ধ্বংস করেছে ভারত। গতকাল রাতে ঠিক কী কী হয়েছিল, পাকিস্তান কোন দুঃসাহস দেখানোর চেষ্টা করেছিল, তা বিবৃতি দিয়ে জানাল ভারতীয় সেনাবাহিনী।
বিস্তারিত পড়ুন: অন্ধকারে চালাকি করতে গিয়েছিল পাকিস্তান, বেছে বেছে ড্রোন ধ্বংস করল সেনাবাহিনী, দেখুন
পাকিস্তান সেনার গোলাবর্ষণের মধ্যেই সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। সাম্বা সেক্টরে বড়সড় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সাম্বা জেলার সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। জওয়ানরা সেই চেষ্টা ব্যর্থ করেছেন।
বিস্তারিত পড়ুন: ড্রোন-মিসাইল রুখছিল সেনা, ওই ফাঁকেই চরম শয়তানিটা করতে গিয়েছিল পাকিস্তান! সবক শেখাল BSF
ভারতের প্রত্যাঘাতের পর থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করছে। ড্রোন হামলা চালানো চেষ্টা করছে। জম্মুতে ভারতীয় সেনা পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করেছে। এই পরিস্থিতিতে জম্মুর পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালে সেখানে রওনা দিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
বৃহস্পতিবার রাতে পরপর মিসাইল-ড্রোন হামলা চালিয়েছে। সীমান্ত থেকেও লাগাতার গোলাবারুদ ছুড়ছে। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এবার আরেক পথেও পাকিস্তানকে সবক শেখাল ভারত। খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ। হু হু করে জল ঢুকছে পাকিস্তানে।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে দিল্লিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গতকাল ইন্ডিয়া গেটের সামনে থেকে সবাইকে চলে যাওয়ার অনুরোধ জানিয়ে পুলিশ মাইকিং করে। বিভিন্ন মল, বাজার, হোটেল, জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মেট্রো স্টেশন এবং বিমানবন্দরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াডও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
বিস্তারিত পড়ুন: রাতেই ইন্ডিয়া গেট ঘিরে ফেলল সেনা, দিল্লিতেও বাতিল সরকারি কর্মীদের ছুটি
ভারতের উপরে হামলা করে পার পেয়ে যাবে ভেবেছিল পাকিস্তান। কিন্তু ছেড়ে কথা বলবে না ভারত। পাকিস্তানের হামলার প্রত্যাঘাত করছে ভারত। করাচি বন্দরে পরপর বিস্ফোরণ হচ্ছে। লাগাতার ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে বলে খবর।
জয়সালমীরে বিএসএফ ক্যাম্পে ফের হামলা চালানোর চেষ্টা পাকিস্তানের। ভোর সাড়ে ৪টে থেকে সাড়ে ৫টার সময়ে ড্রোন দিয়ে জয়সালমীরের রামগড়ে বিএসএফ ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করে। ভারতের ডিফেন্স সিস্টেম সেই ড্রোন ধ্বংস করে দিয়েছে।
কিছুক্ষণ পরই বৈঠকে বসবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে থাকবেন সিডিএস অনিল চৌহান। রণকৌশল নিয়েই এই বৈঠক হবে। ভারতের তিন বাহিনীর পাশাপাশি মহারাষ্ট্র, রাজস্থানের মুখ্যমন্ত্রীরাও বৈঠকে থাকবেন।
উত্তর কাশ্মীরের বারামুল্লায় ভারত-পাকিস্তানের সংঘর্ষে মৃত্য়ু এক মহিলার। উরির রাজারওয়ানির বাসিন্দা নার্গিস বেগম গাড়িতে যাচ্ছিলেন, সেই সময় শেল আছড়ে পড়ে। আঘাতেই মৃত্যু হয় তাঁর। আহত আরও এক মহিলা।
শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে ফের বিস্ফোরণের শব্দ। তবে কী ফের আক্রমণ করছে পাকিস্তান?
সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল দিয়ে হামলা করেও কিছুই করতে পারল না পাকিস্তান। সূত্রের খবর, উধমপুরকে লক্ষ্য করে সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল ফায়ার করেছিল পাক সেনা। কিন্তু, ভারতের বুকে আঘাত হামার আগেই তাকে তছনছ করে দিল ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম।
বিস্তারিত পড়ুন: দিয়েছিল ‘বড়দা’ চিন, পাকিস্তানের সুপারসনিক ব্যালাস্টিক মিসাইলেরও খেল খতম করল ভারত
বড় খবর আসছে পাকিস্তান থেকে। সরিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনীরকে! বিভিন্ন সূত্রে এই খবর সামনে আসছে।
বিস্তারিত পড়ুন: ভারত ঘরে ঢুকে মারতেই পাক সেনায় প্রবল বিদ্রোহ! আটক খোদ সেনাপ্রধান? কী হচ্ছে ইসলামাবাদে?
ইতিমধ্যেই পাকিস্তানের সাত বড় শহরে হামলা চালিয়েছে ভারত। তালিকায় ইসলামাবাদ, করাচির। সূত্রের খবর, হাঁটু কাঁপতে শুরু করে দিয়ছে পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফের। ইতিমধ্যেই তিনি বাঙ্কারে লুকিয়ে পড়েছেন।
বিস্তারিত পড়ুন: বাঙ্কারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ, দেশ ছেড়েছেন সেনা প্রধান আসিম মুনির: সূত্র
জম্মু-কাশ্মীর থেকে শুরু করে পঞ্জাব, রাজস্থানে হামলা চালানোর চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে আক্রমণ করছে। সীমান্তেও লাগাতার গোলাবর্ষণ করছে। চুপ নেই ভারতও। পাকিস্তানকে যোগ্য় জবাব দিচ্ছে ভারত। ধ্বংস করা হয়েছে পাকিস্তানি ড্রোন। পাকিস্তানি যুদ্ধবিমানও গুলি করে নামানো হচ্ছে। ভারতের হাতে ধরা পড়েছে পাক পাইলট।
বিস্তারিত পড়ুন: পাকিস্তানকে আর ছাড় নয়, যোগ্য জবাব দিতে তিন বাহিনীই শানাচ্ছে আক্রমণ
ভারতে লাগাতার হামলার চেষ্টা পাকিস্তানের। আকাশ ও স্থলপথে একযোগে হামলা চালাচ্ছে। এবার পাল্টা জবাব দিচ্ছে ভারতও। লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালাচ্ছে ভারত। বাহাওয়ালপুরের সেনা ক্য়াম্পেও হামলা চালানো হয়েছে।
জয়সালমীরে নামানো হয় পাকিস্তানের F-16 বিমানকে। ওই বিমানের পাইলটকে জীবন্ত অবস্থায় ধরেছে ভারত। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ভারতের উপরে যখন চোরের মতো হামলা চালাচ্ছে পাকিস্তান, ঠিক সেই সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন তিন বাহিনীর প্রধান। পাশাপাশি বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা মার্কিন বিদেশ সচিবের।
বৃহস্পতিবার অন্ধকার নামতেই জম্মুতে ব্ল্যাকআউট, সাইরেনের আওয়াজ। সূত্রের খবর, এরইমধ্যে জম্মুতে বেজে উঠল সাইরেন। শোনা গেল ৫ থেকে ৭টি বিস্ফোরণের আওয়াজ। মনে করা হচ্ছে, ফের ভারতে আক্রমণের চেষ্টা করেছে পাকিস্তান।
বিস্তারিত পড়ুন: হঠাৎ ব্ল্যাকআউট, বেজে উঠল সাইরেন! জম্মুর আকাশে দেখা গেল মিসাইল, ফের হামলা পাকিস্তানের?
প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সকালে ড্রোন দিয়ে প্রত্যাঘাত এবং বর্তমানের সামরিক প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিলেন তিনি।
পাকিস্তানের দিক থেকে মিসাইল এবং ড্রোন আক্রমণ হয়েছে, তবে এয়ার ডিফেন্স সিস্টেম কতটা সক্রিয় ভূমিকা নিয়েছে এবং বর্তমানে এয়ার ডিফেন্স সিস্টেম কোন কোন জায়গায় মোতায়েন রয়েছে, সেই সব সম্পর্কে প্রধানমন্ত্রী বিস্তারিত তথ্য নিয়েছেন বলে সূত্রের খবর।
লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাল ভারতীয় সেনা। ভারতের সেনাঘাঁটি টার্গেট করা হচ্ছে বলে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট করল সেনা।
বুধবারই অপারেশন সিঁদুর সম্পর্কে আপডেট দিতে সাংবাদিক বৈঠকে বসেছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্য়োমিকা সিং। বৃহস্পতিবার ফের সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তাঁরা। নতুন কোনও তথ্য? নাকি কোনও বড় ঘোষণা?
৭ মে অর্থাৎ বুধবার পাকিস্তান নিশানা করল ভারতের সেনাঘাঁটিগুলিকে। এই আক্রমণ মোটেই ভাল চোখে দেখছে না ভারত। দেওয়া হচ্ছে কড়া জবাব।
বিস্তারিত পড়ুন: ভারতের মাটিতে পরপর মিলছে পাক ড্রোনের টুকরো, মিসাইলের ধ্বংসাবশেষ, কোন কোন জায়গা ইসলামাবাদের নিশানায়
এবার সরকারি বিবৃতি দিয়ে জানানো হল, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর আঘাত করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে সেই সিস্টেম।
বিস্তারিত পড়ুন: আর কোনও রেয়াত নয়, মিসাইল ছোড়া শুরু করতেই লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিল ভারত
কেন্দ্রের তরফে দেওয়া সরকারি বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ভারতের সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলার চেষ্টা করছে পাকিস্তান। শুধু তাই নয়, পাকিস্তানের হামলায় পাঁচ শিশু, তিন মহিলা সহ ১৬ জনের মৃত্য হয়েছে।
ভারতের সামরির অভিযানের পর থেকেই ভারতে আঘাত করার চেষ্টা করে চলেছে পাকিস্তান। ভারত নিশানা করেছিল পাক জঙ্গিদের। কিন্তু পাকিস্তানের নিশানায় ভারতের সাধারণ মানুষ। বুধবারই মৃত্যু হয়েছে অন্তত ১৫ জন গ্রামবাসীর। সূত্রের খবর, শুধুমাত্র শেলিং নয়, মিসাইল হামলারও চেষ্টা চালিয়েছে পাকিস্তান।