India-Pakistan Tension: হঠাৎ ব্ল্যাকআউট, বেজে উঠল সাইরেন! জম্মুর আকাশে দেখা গেল মিসাইল, ফের হামলা পাকিস্তানের?
India-Pakistan Tension: এদিনই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। সকালে ড্রোন দিয়ে প্রত্যাঘাত এবং বর্তমানের সামরিক প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিলেন তিনি।

মনে করা হচ্ছে, ড্রোন বা মিসাইল নিয়ে হানা দিয়ে থাকতে পারে পাকিস্তান। তারপরেই জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়। বেজে ওঠে সাইরেন। সঙ্কটকালে এলাকার বাসিন্দারা যাতে সাবধানে থাকেন সে কারণেই মূলত সে কারণেই এই সাইরেন বাজানো হয়। অন্যদিকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্খন করে ফের কুপওয়ারা সহ একাধিক জায়গায় শেলিংয়ের মাত্রাও বাড়িয়ে ফেলেছে পাক সেনা। যা দেখে অনেকেই এটা পাকিস্তানের নতুন কৌশল হতে পারে। নজর ঘুরিয়ে অন্যত্র হামলার পরিকল্পনা থাকতে পারে।
অন্যদিকে এদিনই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। সকালে ড্রোন দিয়ে প্রত্যাঘাত এবং বর্তমানের সামরিক প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিলেন তিনি। পাকিস্তানের দিক থেকে মিসাইল এবং ড্রোন আক্রমণ হয়েছে, তবে এয়ার ডিফেন্স সিস্টেম কতটা সক্রিয় ভূমিকা নিয়েছে এবং বর্তমানে এয়ার ডিফেন্স সিস্টেম কোন কোন জায়গায় মোতায়েন রয়েছে, সেই সব সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়েছেন বলে সূত্রের খবর।
