AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan Tension: হঠাৎ ব্ল্যাকআউট, বেজে উঠল সাইরেন! জম্মুর আকাশে দেখা গেল মিসাইল, ফের হামলা পাকিস্তানের?

India-Pakistan Tension: এদিনই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। সকালে ড্রোন দিয়ে প্রত্যাঘাত এবং বর্তমানের সামরিক প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিলেন তিনি।

India-Pakistan Tension: হঠাৎ ব্ল্যাকআউট, বেজে উঠল সাইরেন! জম্মুর আকাশে দেখা গেল মিসাইল, ফের হামলা পাকিস্তানের?
| Edited By: | Updated on: May 08, 2025 | 9:05 PM
Share

জম্মু: ভারতের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করেছে পাকিস্তান। কিন্তু, ভারতের নিজস্ব এয়ার ডিভেন্স সিস্টেম বানচাল করে দিয়েছে পাকিস্তানের পরিকল্পনা। ভেঙে গিয়েছে পাকসেনার কোমর। উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে ড্রোন ও মিসাইলে হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু, ভারতের এস-৪০০ এর কাছে হার মানতে বাধ্য হয়। এরইমধ্যে বুধবার অন্ধকার নামতেই জম্মুতে ব্ল্যাকআউট, সাইরেনের আওয়াজ। সূত্রের খবর, এরইমধ্যে জম্মুতে বেজে উঠল সাইরেন। শোনা গেল ৫ থেকে ৭টি বিস্ফোরণের আওয়াজ। মনে করা হচ্ছে, ফের ভারতে আক্রমণের চেষ্টা করেছে পাকিস্তান। 

মনে করা হচ্ছে, ড্রোন বা মিসাইল নিয়ে হানা দিয়ে থাকতে পারে পাকিস্তান। তারপরেই জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়। বেজে ওঠে সাইরেন। সঙ্কটকালে এলাকার বাসিন্দারা যাতে সাবধানে থাকেন সে কারণেই মূলত সে কারণেই এই সাইরেন বাজানো হয়। অন্যদিকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্খন করে ফের কুপওয়ারা সহ একাধিক জায়গায় শেলিংয়ের মাত্রাও বাড়িয়ে ফেলেছে পাক সেনা। যা দেখে অনেকেই এটা পাকিস্তানের নতুন কৌশল হতে পারে। নজর ঘুরিয়ে অন্যত্র হামলার পরিকল্পনা থাকতে পারে। 

অন্যদিকে এদিনই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র  দ্বিবেদি। সকালে ড্রোন দিয়ে প্রত্যাঘাত এবং বর্তমানের সামরিক প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিলেন তিনি। পাকিস্তানের দিক থেকে মিসাইল এবং ড্রোন আক্রমণ হয়েছে, তবে এয়ার ডিফেন্স সিস্টেম কতটা সক্রিয় ভূমিকা নিয়েছে এবং বর্তমানে এয়ার ডিফেন্স সিস্টেম কোন কোন জায়গায় মোতায়েন রয়েছে, সেই সব সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়েছেন বলে সূত্রের খবর।