Special Intensive Revision: সন্দেহের তালিকায় সাত বিধানসভার ৫ লক্ষ ভোটার, আপনার কেন্দ্র নেই তো?
SIR in UP: উত্তর প্রদেশের মীরাট জেলার অন্তর্গত সাত বিধানসভা কেন্দ্র যথাক্রমে সিওয়ালখাস, সার্ধনা, হস্তিনাপুর, কিথোর, মীরাট ক্যান্টনমেন্ট, মীরাট এবং মীরাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পাঁচ লক্ষের অধিক ভোটারের প্রদত্ত তথ্য নিয়ে সংশয় তৈরি হয়েছে।

মীরাট: সাত বিধানসভা কেন্দ্রে পাঁচ লক্ষের অধিক ভোটারদের নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার প্রথম ধাপের প্রায় শেষ পর্যায়ে এসে লক্ষ লক্ষ ভোটারের তথ্য দেখে ভ্রু কুঁচকেছেন বিএলও-রা। মনে দানা বেঁধেছে সন্দেহ।
ঘটনা উত্তর প্রদেশের। সেখানেও চলছে এসআইআর-এর কাজ। আগামী ১১ ডিসেম্বর শেষ হচ্ছে এনুমারেশন প্রক্রিয়া। হাতে মাত্র আর চার দিন বাকি। সেই আবহে দেশের বাকি রাজ্যের তুলনায় এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে উত্তর প্রদেশ। নির্বাচন কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, সেখানে এসআইআর ফর্ম বিলির কাজ ৯৯ শতাংশ শেষ হয়ে গিয়েছে। কিন্তু অন্য রাজ্য়ে ডিজিটাইজেশন প্রায় শেষ হয়ে গেলেও উত্তর প্রদেশে তা এখনও হয়নি। যোগীরাজ্য়ে এখনও পর্যন্ত ৯৪ শতাংশ ফর্ম ডিজিটাইজড হয়েছে বলেই জানিয়েছে কমিশন। আর এমন সময় পাঁচ লক্ষ ভোটারকে নিয়ে বিএলওদের মনে তৈরি হয়েছে সংশয়।
নবভারত টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের মীরাট জেলার অন্তর্গত সাত বিধানসভা কেন্দ্র যথাক্রমে সিওয়ালখাস, সার্ধনা, হস্তিনাপুর, কিথোর, মীরাট ক্যান্টনমেন্ট, মীরাট এবং মীরাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পাঁচ লক্ষের অধিক ভোটারের প্রদত্ত তথ্য নিয়ে সংশয় তৈরি হয়েছে। তাঁদের এসআইআর ফর্ম জমা নেওয়া হয়েছে ঠিকই। কিন্তু তাঁদের আপাতত নথি দেখানোর জন্য় একটি নোটিস পাঠানো হবে প্রশাসনের তরফে। কেউ যদি যথাযথ নথি দেখাতে না পারেন, তা হলে তাঁদের নাম ভোটার তালিকা থেকে একেবারের মতো বাদ দিয়ে দেওয়া হবে।
কমিশন সূত্রে এও জানা গিয়েছে, মীরাট ক্য়ান্টনমেন্টে ৩৩ হাজার ভোটার এখনও তাঁদের ফর্ম বিএলওদের কাছে জমা দেননি। ফলত, তাঁদের নামও বাদ যেতে পারে বলেই মনে করছেন বিএলওরা। পাশাপাশি, ওই কেন্দ্রেরই ১ লক্ষ ২২ হাজার ভোটারের তথ্য নিয়েও তৈরি হয়েছে সংশয়।
